TRENDING:

Airtel গ্রাহকদের খুশির খবর! বিনামূল্যে পাওয়া যাবে ১০০ জিবি ক্লাউড স্টোরেজ! আর কী কী সুবিধা মিলবে? জেনে নিন দুরন্ত অফারের খুঁটিনাটি

Last Updated:
Airtel গ্রাহকরা পেয়ে যাবেন Google One ক্লাউড স্টোরেজ সার্ভিস, তা-ও সম্পূর্ণ বিনামূল্যে। যেসব গ্রাহক সীমিত ডিভাইস স্টোরেজের সমস্যায় জেরবার হন, তাঁদের জন্য এই পরিষেবা সুবিধাজনক হতে পারে।
advertisement
1/6
Airtel ধামাকা! বিনামূল্যে পাওয়া যাবে ১০০ জিবি ক্লাউড স্টোরেজ! আর কী কী সুবিধা মিলবে?
সম্প্রতি এক অংশীদারিত্ব বা পার্টনারশিপের কথা ঘোষণা করল Bharti Airtel এবং Google। আর এই অংশীদারিত্বের কারণে Airtel গ্রাহকরা পেয়ে যাবেন Google One ক্লাউড স্টোরেজ সার্ভিস, তা-ও সম্পূর্ণ বিনামূল্যে। যেসব গ্রাহক সীমিত ডিভাইস স্টোরেজের সমস্যায় জেরবার হন, তাঁদের জন্য এই পরিষেবা সুবিধাজনক হতে পারে।
advertisement
2/6
কিন্তু সমস্ত Airtel ব্যবহারকারী এই সুবিধা পাবেন না। বরং শুধুমাত্র পোস্টপেড এবং Wi-Fi ব্যবহারকারীরা বিনামূল্যের এই পরিষেবা পেয়ে যাবেন। যদিও বলে রাখা ভাল যে, শুধুমাত্র ৬ মাসের জন্যই এই গ্রাহকরা বিনামূল্যে ১০০ জিবি Google One ক্লাউড স্টোরেজ পেয়ে যাবেন। আর তাঁরা আরও ৫ জনের সঙ্গে এই স্টোরেজ ভাগ করে নিতে পারেন।
advertisement
3/6
স্টোরেজের সমস্যায় জেরবার গ্রাহকদের স্বস্তি: Airtel এবং Google-এর এই অংশীদারিত্বের লক্ষ্য হল, ব্যবহারকারীদের ডেটা স্টোরেজ সংক্রান্ত ক্রমবর্ধমান সমস্যার সমাধান করা। এর জেরে ব্যবহারকারীরা নিজেদের মূল্যবান ছবি, ভিডিও, ডকুমেন্ট এবং অন্যান্য ডিজিটাল কন্টেন্ট নিরাপদে রাখার জন্য পর্যাপ্ত স্পেস পেয়ে যাবেন। তাঁদের বারবার ফাইল ডিলিট করতে হবে না। কিংবা দামি ফিজিক্যাল স্টোরেজও কিনতে হবে না। এভাবে কোনও সমস্যা ছাড়াই নিজেদের ডেটা নিরাপদে রাখতে পারবেন গ্রাহকরা।
advertisement
4/6
এর পাশাপাশি অ্যান্ড্রয়েডে WhatsApp চ্যাট সোজা Google অ্যাকাউন্ট স্টোরেজে ব্যাক আপ হবে। ফলে যাঁরা ডিভাইস পরিবর্তন করতে চাইছেন, তাঁদের জন্যও এই বিষয়টি সুবিধাজনক হবে। Android এবং iOS প্ল্যাটফর্মের জন্য এই ক্লাউড স্টোরেজ পরিষেবা পাওয়া যাবে।
advertisement
5/6
স্টোরেজ সংক্রান্ত সমস্যার অবসান: Bharti Airtel-এর মার্কেটিং ডিরেক্টর এবং সিইও - কানেক্টেড হোমস সিদ্ধার্থ শর্মা বলেন যে, ব্যক্তিগত এবং পেশাগত তথ্য নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বর্তমানে স্মার্টফোন একটি গুরুত্বপূর্ণ ডিভাইস হয়ে উঠেছে। আর এর ফলে স্মার্টফোন স্টোরেজ উদ্বেগজনক হয়ে উঠেছে তাঁদের জন্য। আর এই সমস্যা সমাধান করতে এবং গ্রাহকদের ইউজার-ফ্রেন্ডলি স্টোরেজ সলিউশন প্রদান করতে আমরা Google-এর সঙ্গে কোল্যাবোরেট করছি। এই পার্টনারশিপের মাধ্যমে আমাদের লক্ষ লক্ষ পোস্টপেড এবং ওয়াই-ফাই গ্রাহক ১০০ জিবি অ্যাডিশনাল স্টোরেজের বেনিফিট পাবেন।
advertisement
6/6
৬ মাসের ফ্রি স্টোরেজের পর কত টাকা চার্জ দিতে হবে? এটি একটি ইন্ট্রোডাক্টারি অফার। প্রথম ৬ মাসের জন্য গ্রাহকরা পেয়ে যাবেন ১০০ জিবি ক্লাউড স্টোরেজ। এর জন্য অতিরিক্ত খরচ করতে হবে না। এই অফার পাওয়ার জন্য Airtel Thanks অ্যাপে যেতে হবে গ্রাহকদের। তারপর তা ক্লেম করতে হবে। ৬ মাস পর থেকে ১০০ জিবি স্টোরেজের জন্য মাসিক ১২৫ টাকার সামান্য চার্জ দিতে হবে গ্রাহকদের। আর এই চার্জ তাঁদের মাসিক বিলেও অন্তর্ভুক্ত করা থাকবে। যদি কোনও গ্রাহক এই মেম্বারশিপ চালিয়ে যেতে না চান, তাহলে তাঁরা Google One মেম্বারশিপ শেষ করতে পারেন।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Airtel গ্রাহকদের খুশির খবর! বিনামূল্যে পাওয়া যাবে ১০০ জিবি ক্লাউড স্টোরেজ! আর কী কী সুবিধা মিলবে? জেনে নিন দুরন্ত অফারের খুঁটিনাটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল