Airtel-এর নতুন প্ল্যান! মাত্র ৬৫ টাকায় পেয়ে যান ৪জিবি ডেটা
- Published by:Ananya Chakraborty
Last Updated:
গ্রাহকেরা যদি এয়ারটেলের ৬৫ টাকার এই প্ল্যান Airtel Thanks App-এর মাধ্যমে রিচার্জ করেন, তা হলে তাঁরা অতিরিক্ত ২জিবি ডেটার সুবিধা পাবেন।
advertisement
1/6

জনপ্রিয় টেলিকম সংস্থা এয়ারটেল লঞ্চ করেছে নতুন ৪জি ডেটা ভাউচার প্ল্যান। এয়ারটেলের এই নতুন ৪জি ডেটা ভাউচার প্ল্যানের দাম মাত্র ৬৫ টাকা। এই ৬৫ টাকার প্ল্যান শুধুমাত্র সেই সকল গ্রাহকের জন্য খুবই গুরুত্বপূর্ণ যাঁরা ভ্যালিডিটির কথা বিশেষ করে ভাবেন। এয়ারটেলের এই ৬৫ টাকার প্ল্যানে গ্রাহকদের ৪ জিবি ডেটার সুবিধা দেওয়া হচ্ছে। এক নজরে দেখে নেওয়া যাক এয়ারটেলের এই ৬৫ টাকার প্ল্যানের সকল খুঁটিনাটি—
advertisement
2/6
গ্রাহকেরা যদি এয়ারটেলের ৬৫ টাকার এই প্ল্যান Airtel Thanks App-এর মাধ্যমে রিচার্জ করেন, তা হলে তাঁরা অতিরিক্ত ২জিবি ডেটার সুবিধা পাবেন। অন্য যে কোনও জায়গা থেকে এয়ারটেলের ৬৫ টাকার এই প্ল্যান রিচার্জ করলে শুধু ৪ জিবি ডেটার সুবিধা পাওয়া যাবে।
advertisement
3/6
এয়ারটেলের ৬৫ টাকার প্ল্যান হল একটি ডেটা ভাউচার প্ল্যান। এতে অন্য কোনও সুবিধা পাওয়া যাবে না। এয়ারটেলের এই ৬৫ টাকার প্ল্যানে ভয়েস কলিং এবং এসএমএসের সুবিধা পাওয়া যাবে না। তবে অন্য একটি সুবিধা রয়েছে এই প্ল্যানের। গ্রাহকদের ফোনে অন্য প্ল্যানের ভ্যালিডিটি যতদিন রয়েছে, এই প্ল্যানের ভ্যালিডিটিও ততদিন থাকবে।
advertisement
4/6
কোনও গ্রাহক যদি এয়ারটেলের ১৯৯ টাকার রিচার্জ করেন এবং একই সঙ্গে ৬৪ টাকার এই টপ-আপ প্ল্যান রিচার্জ করেন, তা হলে তিনি ৩০ দিন পর্যন্ত ৪জি ডেটার সুবিধা পাবেন। এ ক্ষেত্রে যদি গ্রাহকের একটি প্ল্যানের সময়সীমা ২০ দিন পর্যন্ত হয়, তা হলে সেই টপ-আপ প্ল্যান ২০ দিন পর্যন্ত সক্রিয় থাকবে।
advertisement
5/6
এয়ারটেলের তরফে বিভিন্ন ধরনের টপ-আপ প্ল্যান লঞ্চ করা হয়েছে। এর মধ্যে সব থেকে সস্তার ডেটা ভাউচার প্ল্যান রয়েছে ১৯ টাকার। এয়ারটেলের এই ১৯ টাকার ডেটা ভাউচার প্ল্যানে ১ জিবি ডেটার সুবিধা পাওয়া যায়। অন্যদিকে এয়ারটেলের ৫৮ টাকার ডেটা ভাউচার প্ল্যানে ৩ জিবি ডেটার সুবিধা পাওয়া যায়।
advertisement
6/6
এ ছাড়াও এয়ারটেল গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের টপ-আপ ভাউচার প্ল্যান লঞ্চ করা হয়েছে। এয়ারটেলের এই টপ-আপ ভাউচার প্ল্যানের দাম শুরু হচ্ছে মাত্র ১০ টাকা থেকে। ১০ টাকার টপ-আপ ভাউচার প্ল্যানে গ্রাহকরা ৭.৪৭ টাকার টকটাইম পাবেন। তবে এর কোনও ভ্যালিডিটি নেই।