TRENDING:

Airtel Offer: Airtel-এর লাভজনক অফার, একবার রিচার্জে সারা বছর ফ্রি কলিং ও ২৪ জিবি ডাটাও

Last Updated:
একবার রিচার্জে চলবে সারা বছর, খরচও কম! Airtel-র এক বছরের প্ল্যানগুলি জানুন
advertisement
1/6
Airtel-এর লাভজনক অফার, একবার রিচার্জে সারা বছর ফ্রি কলিং ও ২৪ জিবি ডাটাও
বর্তমানে বিভিন্ন টেলিকম কোম্পানির মধ্যে চলছে জোর প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতা এবং গ্রাহকদের কথা মাথায় রেখে Bharti Airtel নিয়ে এসেছে একটি নতুন প্ল্যান। যে সমস্ত গ্রাহকদের কম ভ্যালিডিটি অথবা কম ডেটার দরকার হয়, তাঁদের জন্য বিভিন্ন ধরনের প্ল্যান রয়েছে। কিন্তু যে সকল গ্রাহকদের বেশি ভ্যালিডিটি যুক্ত প্ল্যানের দরকার হয় তাঁদের জন্য খুব বেশি প্ল্যান নেই।
advertisement
2/6
এয়ারটেল তাঁদের জন্যই নিয়ে এসেছে একটি নতুন প্ল্যান। এই প্লানের মাধ্যমে গ্রাহকদের আর প্রতি মাসে রিচার্জ করার প্রয়োজন হবে না। এয়ারটেল সম্প্রতি যে প্ল্যান নিয়ে এসেছে সেটি পুরো এক বছর অর্থাৎ ৩৬৫ দিনের জন্য।
advertisement
3/6
এয়ারটেলের এই ৩৬৫ দিনের প্ল্যানে প্রতি মাসে গ্রাহকদের ২০০ টাকারও কম খরচ হবে। এতে তাঁদের অনেকটাই টাকা সাশ্রয় হবে।
advertisement
4/6
এয়ারটেলের এক বছরের অর্থাৎ ৩৬৫ দিনের প্ল্যানের দাম ১৭৯৯ টাকা। এই টাকায় গ্রাহকরা পুরো এক বছরের ভ্যালিডিটি পাবেন। এয়ারটেলের ১৭৯৯ টাকার ৩৬৫ দিনের প্ল্যানে গ্রাহকরা ৩৬০০ এসএমএসের সুবিধা পাবেন। এছাড়াও এয়ারটেলের ১৭৯৯ টাকার প্ল্যানে গ্রাহকেরা বিভিন্ন ধরনের সুবিধা পাবেন।
advertisement
5/6
এয়ারটেলের ১৭৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা পুরো এক বছরের জন্য আনলিমিটেড ফ্রি ভয়েস কলিং-এর সুবিধা পাবেন। এয়ারটেলের ১৭৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা এক বছরের ভ্যালিডিটির সঙ্গে ২৪ জিবি ডেটার সুবিধা পাবেন। অর্থাৎ গ্রাহকেরা ৩৬৫ দিনে ২৪ জিবি ডেটা ব্যবহার করার সুবিধা পাবেন। ২৪ জিবি ডেটা শেষ হয়ে গেলে গ্রাহকদের ডেটা প্ল্যান রিচার্জ করাতে হবে।
advertisement
6/6
এয়ারটেলের ১৭৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা হ্যালো টিউন, উইঙ্ক মিউজিকের মতো পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন পুরো এক বছরের জন্য। এছাড়াও FASTag ওপরে ১০০ টাকার ক্যাশব্যাক অফার পাবেন গ্রাহকরা। হিসাব করে দেখলে দেখা যাবে যে, প্রতি মাসে এই প্ল্যানের পিছনে গ্রাহকদের ২০০ টাকারও কম খরচ হচ্ছে অর্থাৎ খুব কম টাকায় গ্রাহকেরা এক বছরের জন্য একটি ভাল প্ল্যান পেয়ে যাচ্ছেন। এয়ারটেলের এই ১৭৯৯ টাকার প্ল্যান গ্রাহকদের জন্য খুবই সুবিধাজনক।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Airtel Offer: Airtel-এর লাভজনক অফার, একবার রিচার্জে সারা বছর ফ্রি কলিং ও ২৪ জিবি ডাটাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল