Air Purifier Tips: দূষণমুক্ত থাকবে ঘর! জানালা-দরজার কাছে, কোথায় রাখা উচিত এয়ার পিউরিফায়ার? জেনে নিন
- Published by:Ananya Chakraborty
- trending desk
Last Updated:
Air Purifier Tips: বাড়ছে বায়ুদূষণের মাত্রা; ঘরে দরজার কাছে না কি জানলার কাছে রাখা উচিত এয়ার পিউরিফায়ার? বিশেষজ্ঞদের থেকে জেনে নিন এর সঠিক ব্যবহার
advertisement
1/7

সম্প্রতি উদযাপিত হয়েছে দীপাবলি। এদিকে শীতও কড়া নাড়ছে দোরগোড়ায়। ফলে বায়ুদূষণের মাত্রাও হু-হু করে বাড়ছে। বাতাসে মিশে থাকছে বিষাক্ত উপাদান। যা আমাদের ফুসফুসে পৌঁছে যাচ্ছে। ফলে বিগত কয়েক বছরে এয়ার পিউরিফায়ারের ব্যবহারও পাল্লা দিয়ে বাড়ছে। এটা মূলত বায়ুদূষণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যবহার করা হয়। যাঁরা এই সময় এয়ার পিউরিফায়ার কিনেছেন কিংবা কিনবেন, তাঁদের এই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা উচিত।
advertisement
2/7
এয়ার পিউরিফায়ার থেকে একেবারে বিশুদ্ধ বাতাস পাওয়ার প্রথম শর্তই হল, বাতাসকে এই ডিভাইসে পৌঁছতে দিতে হবে। আর বায়ু চলাচলের জন্য ঘরে রাখা এয়ার পিউরিফায়াসের ভাল ফ্যান বা পাখা থাকা আবশ্যক।
advertisement
3/7
ঘরের একেবারে মাঝামাঝি জায়গায় এয়ার পিউরিফায়ার রাখা হলে তবেই এয়ার পিউরিফায়ারের মতো ডিভাইস কার্যকর ভাবে কাজ করতে পারে। তবে লক্ষ্য রাখতে হবে যে, এয়ার পিউরিফায়ারটি যেন জানলা থেকে একটু দূরে থাকে। আসলে ঘরের জানলা আর দরজা দিয়েই বাতাসের সঙ্গে মিশে বিষাক্ত উপাদান ঘরের মধ্যে প্রবেশ করে।
advertisement
4/7
যদি কেউ বেডরুম বা শোওয়ার ঘরে এই ডিভাইস ব্যবহার করেন, তাহলে সেটা রাখার সবথেকে ভাল জায়গা হল জানলা এবং খাটের মধ্যবর্তী স্থান। যদিও এই সময় দরজা পুরোপুরি ভাবে বন্ধ রাখা উচিত নয়। বরং হালকা করে খোলা রাখা উচিত। যাতে কার্বন-ডাইঅক্সাইডের মিশ্রণ ঘরের মধ্যে যেন বাড়তে না পারে।
advertisement
5/7
মনে রাখতে হবে যে, দিনের বেলায় লিভিং রুম বা বসার ঘরে রাখতে হবে এয়ার পিউরিফায়ারটি। আর শোওয়ার ঘর বা বেডরুমে সেটি রাখতে হবে রাতের বেলায়। আরও একটি বিষয় মনে রাখা আবশ্যক। আর সেটি হল - এয়ার পিউরিফায়ারটি সব সময় নির্দিষ্ট একটি উচ্চতায় রাখা উচিত।
advertisement
6/7
বিশেষজ্ঞদের পরামর্শ, মেঝের উপর এই ডিভাইস রাখা উচিত। কারণ মেঝের উপর দূষণকারী উপাদান থাকে। এই পরিস্থিতিতে আসলে কাপবোর্ড কিংবা তাকের উপর এয়ার পিউরিফায়ার রাখলে সেটা ভাল ভাবে কাজ করতে পারে না। এর পাশাপাশি বাড়ির যেখানে-সেখানে এয়ার পিউরিফায়ার রাখা উচিত নয়। বিশেষ করে যে জায়গায় আর্দ্রতার পরিমাণ বেশি, সেখানে তো এই ডিভাইস রাখা একেবারেই চলবে না।
advertisement
7/7
এখানেই শেষ নয়, বড় শহরগুলিতে বায়ুদূষণের মাত্রা থাকে তুঙ্গে। ফলে যাঁরা বড় শহরে বসবাস করেন, তাঁরা ক্ষতির মুখে থাকেন। তাই বিশুদ্ধ বাতাস পাওয়ার জন্য তাঁদের এয়ার পিউরিফায়ার ব্যবহার করা আবশ্যক।