TRENDING:

Air Conditioner: ঘরে কত টন এসি লাগবে বুঝবেন কী করে? টন মানে কী ওজন? কেনার আগে টন-এর মানে জানুন!

Last Updated:
Air Conditioner: এসি কেনার কথা ভাবলে একটা জিনিস মাথায় রাখতেই হবে। সেটা হল ‘টন’। মানে কত টনের এসি কেনা উচিত, সেটা জানতে হবে।
advertisement
1/5
ঘরে কত টন এসি লাগবে, বুঝবেন কী করে? টন মানে কী ওজন? কেনার আগে টন-এর মানে জানুন!
রাতের দিকে শীত শীত লাগে বটে। কিন্তু দিনের বেলায় বেশ গরম। আবহাওয়া অফিস বলছে, সরস্বতী পুজো থেকেই উষ্ণতা একটু একটু করে বাড়বে। শুরু হবে গ্রীষ্মের ইনিংস। চালু হয়ে যাবে এসি, কুলার। গরমে নতুন এসি কেনার কথা ভাবলে একটা জিনিস মাথায় রাখতেই হবে। সেটা হল ‘টন’। মানে কত টনের এসি কেনা উচিত, সেটা জানতে হবে।
advertisement
2/5
এখন প্রশ্ন হল,‘টন’ জিনিসটা কী? অনেকেই এটা জানেন না। অনেকে আবার ভাবেন টন মানে ওজন বোধহয়। যাঁরা দীর্ঘদিন এসি ব্যবহার করছেন, তাঁদেরও অনেকে টন মানে জানেন না। এই প্রতিবেদনে এসি-র টন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
advertisement
3/5
এসি-তে টন মানে ওজন নয়। টন কথার অর্থ হল, এইচভিএসি। হিটিং, ভেন্টিলেশন এবং এয়ার কন্ডিশনার। বাড়িকে এক ঘণ্টায় কত ঠান্ডা করতে পারে, টন শব্দ দিয়ে সেটাই বোঝানো হয়। সোজা কথায়, টনেজ বা টন এসি-র কুলিং ক্যাপাসিটি বা ঠান্ডা করার ক্ষমতাকে বোঝায়।
advertisement
4/5
তাপের পরিমাপ হল বিটিইউ(ব্রিটিশ থার্মাল ইউনিট)। ১ টনের একটি এসি প্রতি ঘন্টায় ১২০০০ বিটিইউ গরম বায়ু অপসারণ করতে পারে। ৩ টনের ইউনিট গরম বাতাসের ৩৬০০০ বিটিইউ অপসারণের ক্ষমতা রাখে। ক্রম এভাবে চলতে থাকে। এর মানে, যার কাছে যত বেশি টনেজ থাকবে, তত দ্রুত ঘরের বাতাস ঠান্ডা হবে। আরও সহজ ভাবে বললে, ১ টন এসি ঘরকে এক টন বরফের শীতলতা দেবে। ২ টনের এসি থাকলে ঘর ২ টন বরফের মতো ঠান্ডা হবে।
advertisement
5/5
কোন ঘরে কত টন এসি লাগবে? বোঝায় উপায়: ১০০-১৩০ বর্গ ফুট – ০.৮-১ টন এসি, ১৩০-২০০ বর্গফুট – ১.৫ টন এসি, ২৫০-৩৫০ বর্গফুট - ২ টন এসি। এখন ৫০০ বর্গফুটের চেয়ে বড় বা হলঘর ঠান্ডা করতে একাধিক এসি-র প্রয়োজন হবে। এইভাবে যে কেউ এসি কেনার সময় প্রয়োজন অনুযায়ী সঠিক টন বেছে নিতে পারেন। তবে ছাদের উচ্চতা, জানলার আকারও ঘর ঠান্ডা করার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। এসি কেনার সময় এটাও মাথায় রাখতে হবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Air Conditioner: ঘরে কত টন এসি লাগবে বুঝবেন কী করে? টন মানে কী ওজন? কেনার আগে টন-এর মানে জানুন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল