TRENDING:

Air Conditioner Tips: সারাদিনে কতক্ষণ AC চালানো উচিত? দেখে নিন কী বলছেন বিশেষজ্ঞরা

Last Updated:
Air Conditioner Tips: এখন প্রশ্ন হল দিনে ১২ ঘণ্টা এসি চালানো কি ঠিক? নাকি একটানা এতক্ষণ এসি চললে কোনও বিরূপ প্রভাব পড়তে পারে?
advertisement
1/8
সারাদিনে কতক্ষণ AC চালানো উচিত? দেখে নিন কী বলছেন বিশেষজ্ঞরা
খুব বেশি দিন আগের কথা নয়, একটা সময় ছিল যখন বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র রাখা হলে তাকে বিলাসিতা বলে মনে করা হত। কিন্তু, সময়ের সঙ্গে সঙ্গে গরমের দাপট এত বাড়তে শুরু করেছে যে আজকাল এসি ছাড়া থাকাই যায় না। এমনটাই মনে করেন আপামর জনগণ।
advertisement
2/8
ভারতের মতো দেশে একমাত্র শীতের এক-দেড় মাস ছাড়া প্রায় সব ঋতুতেই কম বেশি এসি ব্যবহার করা হয়। এমনকী চলতি বছর এমন গরম পড়েছে যে মে-জুন মাসে এক মুহূর্ত এসি বন্ধ করে রাখার কথা ভাবতে পারেননি অনেকেই।
advertisement
3/8
কিন্তু, একটি এসি একটানা কত ঘণ্টা চালানো যায়? এমন প্রশ্নের মুখে অনেকেই দ্বন্দ্বে ভোগেন। জেনে নেওয়া যাক বিস্তারিত—
advertisement
4/8
আজকাল প্রায় সব বাড়িতেই এয়ার কন্ডিশনার লাগানো থাকে। প্রায় সমস্ত অফিসে এসি লাগানোর প্রচলন হয়েছে আরও আগে। তাপ এবং আর্দ্রতা থেকে মুক্তি পেতে, এসি সব থেকে ভাল কাজ করে। কিন্তু, যাঁরা দীর্ঘদিন ধরে এসি ব্যবহার করছেন তাঁরাও এই যন্ত্র সম্পর্কে অনেক ভুল ধারণা পোষণ করেন।
advertisement
5/8
এখন প্রশ্ন হল দিনে ১২ ঘণ্টা এসি চালানো কি ঠিক? নাকি একটানা এতক্ষণ এসি চললে কোনও বিরূপ প্রভাব পড়তে পারে? বিশেষজ্ঞরা অবশ্য জানাচ্ছেন দিনে ১২ থেকে ২৪ ঘণ্টা একটানা এসি চালানো যায়।
advertisement
6/8
এসি এমন একটি যন্ত্র যা সারাদিন চলতে পারে ঘরের নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখতে। এতে কোনও রকম ক্ষতির আশঙ্কা থাকে না। যদি কোনও পরিবারে ১২ থেকে ২৪ ঘণ্টা এসি চলান হয়, তবে নিয়মিত সময় অন্তর নন-ইনভার্টার এসির কম্প্রেসার নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছানোর পরে স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয়ে যায়।
advertisement
7/8
তবে মনে রাখতে হবে একটানা ১২ ঘণ্টা বা তার বেশি এসি চালানো যায় বলেই অপ্রয়োজনে এসি চালিয়ে রাখতে হবে, এমনটা নয়। কারণ এতে এসির ক্ষতি না হলেও অন্য ক্ষতির আশঙ্কা রয়েছে।
advertisement
8/8
আপনি যত বেশি এসি ব্যবহার করা হবে, তত বেশি বিদ্যুৎ খরচ হবে। ফলে বিদ্যুৎ বিলের পরিমাণও বাড়বে হু হু করে। তাছাড়াও, এসি যত বেশি সময় চলবে, তত তাড়াতাড়ি এটি খারাপ হবে, আরও বেশি সার্ভিসিং করাতে হবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Air Conditioner Tips: সারাদিনে কতক্ষণ AC চালানো উচিত? দেখে নিন কী বলছেন বিশেষজ্ঞরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল