TRENDING:

Air Conditioner Tips: এসি থেকে নানা রকমের গন্ধ আসছে? ভিতরে এই প্রাণী ঢুকে বসে নেই তো? মারাত্মক ক্ষতি হতে পারে! জানুন

Last Updated:
Air Conditioner Tips: যাঁদের বাড়িতে এসি লাগানো রয়েছে, তাঁরা নিশ্চয়ই অনেকবার লক্ষ্য করেছেন যে এসি থেকে কোনও কোনও সময় অদ্ভুত গন্ধ বের হয়।
advertisement
1/6
এসি থেকে নানা রকম গন্ধ আসছে? ভিতরে এই প্রাণী ঢুকে বসে নেই তো? মারাত্মক ক্ষতি!
বর্ষাকালের আর্দ্রতায় এসির শুষ্ক বাতাস ঘরকে স্যাঁতস্যাঁতে হওয়া থেকে রক্ষা করে। তাই স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় ফ্যান এবং কুলার ব্যবহারের প্রশ্নই ওঠে না। তবে এয়ার কন্ডিশনার যাতে ভাল ভাবে কাজ করে, তার জন্য আমাদের সঠিক ভাবে যত্ন নেওয়া উচিত। যাঁদের বাড়িতে এসি লাগানো রয়েছে, তাঁরা নিশ্চয়ই অনেকবার লক্ষ্য করেছেন যে এসি থেকে কোনও কোনও সময় অদ্ভুত গন্ধ বের হয়।
advertisement
2/6
বাজে গন্ধ এড়াতে কেউ কেউ এসি অফ করে রাখেন, আবার অনেকে হয়তো ভাবেন ঘরে অন্য কিছুর গন্ধ আসছে। আসলে এসিতে ময়লা জমে এমন গন্ধ তৈরি হয়। যদিও এসি থেকে গন্ধ বের হলে তার অনেক কারণই থাকতে পারে, যা একেবারেই উপেক্ষা করা উচিত নয়।
advertisement
3/6
যদি এসি থেকে নোংরা মোজার গন্ধ বের হতে থাকে তাহলে এর অর্থ হল এসির কনডেনসেট ট্রে বা জলের ট্রে, ড্রেন নজল এবং ড্রেন পাইপে মিলডিউ তৈরি হয়েছে। বাইরের আর্দ্রতার কারণে এয়ার ফিল্টারে ধুলোবালির স্তর তৈরি হতে পারে।
advertisement
4/6
সেই জন্য বর্ষাকালে এয়ার ফিল্টার, জলের ট্রে পরিষ্কার করা খুবই জরুরি। যদি সঠিক ভাবে পরিষ্কার না করা হয়, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে ছত্রাক বাড়তে পারে। এই ভাবে দীর্ঘদিন এসি পড়ে থাকলে এসির ভেতরের কলকব্জা নষ্ট হতে থাকবে।
advertisement
5/6
এছাড়াও এসি থেকে অনেকসময় পচা ডিমের গন্ধ মতো বের হয়, তবে এর অর্থ হতে পারে যে এয়ার কন্ডিশনার ইউনিটের ভিতরে কোনও ছোট প্রাণী মারা গিয়েছে, এগুলি পোকামাকড়, টিকটিকি বা ছোট পাখিও হতে পারে। উইন্ডো এসিতে এমনটা হওয়ার সম্ভাবনা বেশি। ফলে যত তাড়াতাড়ি সম্ভব তা পরিষ্কার করা উচিত।
advertisement
6/6
এয়ার কন্ডিশনার থেকে যদি গাড়ির ধোঁয়ার গন্ধ আসে তবে এর অর্থ রেফ্রিজারেন্ট লিকেজ বা এসি-তে কোনও লিকুইড ট্যাঙ্ক ফুটো হয়ে গিয়েছে। যদি গ্যাস লিকেজ হয় তার মানে কয়েলে ফুটো আছে। কোনও ভাবে যদি এসির গ্যাস চলে যায় তাহলে এসি আর ঘর ঠান্ডা করবে না। এটি ঠিক করাতে তখন অবশ্যই একজন এসি স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ করা উচিত।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Air Conditioner Tips: এসি থেকে নানা রকমের গন্ধ আসছে? ভিতরে এই প্রাণী ঢুকে বসে নেই তো? মারাত্মক ক্ষতি হতে পারে! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল