TRENDING:

এসি বিক্রি হচ্ছে হু হু করে! গরমের জন্য? না, রয়েছে আরও বড় কারণ, ফাঁস তথ্য

Last Updated:
Air Conditioner sell rise reason: তথ্য বলছে, সারা দেশেই হু হু করে বাড়ছে এসি বিক্রির হার। আর সেই হার আগামী কয়েক বছরে আরও বাড়বে। প্রচণ্ড গরমে অনেকেই বাধ্য হয়ে এসি কিনছেন।
advertisement
1/6
এসি বিক্রি হচ্ছে হু হু করে! গরমের জন্য? না, রয়েছে আরও বড় কারণ, ফাঁস তথ্য
এসি কেনার হিড়িক এবার একটু বেশি। Voltas-এর তরফে জানানো হয়েছে, শুধু গরম নয়, এসি কেনার হার বেড়েছে আরও বেশ কয়েকটি কারণে।
advertisement
2/6
তথ্য বলছে, সারা দেশেই হু হু করে বাড়ছে এসি বিক্রির হার। আর সেই হার আগামী কয়েক বছরে আরও বাড়বে। প্রচণ্ড গরমে অনেকেই বাধ্য হয়ে এসি কিনছেন। আবার অনেকেই বেশ কয়েক মাস আগে থেকেই এসি কেনার পরিকল্পনা করে রেখেছিলেন।
advertisement
3/6
Voltas ২০২৩-২৪ অর্থবর্ষে রেকর্ড সংখ্যক এসি ইউনিট বিক্রি করেছে। সংস্থার দাবি, সারা দেশে তারা ২ মিলিয়নের বেশি এসি ইউনিট বিক্রি করেছে। যা কিনা রেকর্ড।
advertisement
4/6
ভোল্টাস-এর এসি বিক্রি বার্ষিক হার বেড়েছে ৩৫ শতাংশ। যা কি না রেকর্ড। সংস্থার সমীক্ষার তথ্য বলছে, ২০২৮-এর মধ্যে এসির বিক্রি বাড়বে রেকর্ড হারে।
advertisement
5/6
বিশেষজ্ঞরা বলছেন, সহজলভ্য EMI অপশন এসি বিক্রির ক্ষেত্রে বুস্টার হিসেবে কাজ করছে। এমনকী গ্রাহকদের আয়ের সামান্য বৃদ্ধিও কয়েকটি কারণের মধ্যে একটি।
advertisement
6/6
আরও জানা গিয়েছে, শহরের পাশাপাশি এখন গ্রামাঞ্চলেও বহু মানুষ উন্নত ও আরামদায়ক জীবন যাপন করতে চাইছেন। ফলে আয়ের একটা অংশ অনেকেই এসি ও ইলেকট্রিক বিলের জন্য সরিয়ে রাখছেন।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
এসি বিক্রি হচ্ছে হু হু করে! গরমের জন্য? না, রয়েছে আরও বড় কারণ, ফাঁস তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল