Air Conditioner Low Electricity Bills: এসি-কুলার ঘন ঘন চালালেও ইলেকট্রিক বিল হবে শূন্য! বিশেষ এই জিনিস ব্যবহার করলেই কেল্লাফতে, দেরি না করে জানুন...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Air Conditioner Low Electricity Bills: গরমে এসি ও কুলার চালানোর পর বিদ্যুৎ বিল দেখে মাথায় হাত! এবার বিশেষ এই সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ বিল প্রায় শূন্য করতে পারবেন। পাবেন সরকারের তরফে বিশেষ সাহায্যও, বিস্তারিত জানুন...
advertisement
1/8

গরমের দিনে এসি বা কুলার চালানোর পর যে বিদ্যুৎ বিল আসে, তা দেখে অনেকেই ঘাবড়ে যান। কিন্তু এবার এমন এক পদ্ধতি এসেছে যার মাধ্যমে আপনি চাইলে ঘরকে 'শিমলা' বানিয়ে ফেললেও বিদ্যুৎ বিল আসবে না বললেই চলে। হ্যাঁ, এটি এখন বাস্তব হয়ে উঠছে।
advertisement
2/8
যারা প্রতি মাসে মোটা অঙ্কের বিদ্যুৎ বিল দিতে দিতে হাঁপিয়ে উঠেছেন, তাঁদের জন্য সুখবর। এবার আপনি নির্বিঘ্নে এসি, গিজার চালাতে পারবেন—সেটাও একেবারে বিনামূল্যে। এই স্বপ্নপূরণে সহায়তা করবে ভারত সরকার। কারণ সরকার এখন সাধারণ মানুষকে সোলার প্যানেল বসানোর বিষয়ে উৎসাহ দিচ্ছে।
advertisement
3/8
সোলার প্যানেল বসালে প্রতি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য আপনার বিদ্যুৎ বিল কমে যাবে। এই তথ্য জানিয়েছেন দিল্লি-এনসিআর অঞ্চলের একটি নামী সোলার কোম্পানি ‘সান পাওয়ার’-এর কর্ণধার বিজয় কুমার গুপ্তা। তিনি বলেন, সরকার সোলার বসানোর খরচের একটা বড় অংশ দিচ্ছে সাবসিডি হিসেবে।
advertisement
4/8
এই মুহূর্তে দেশে ৩ কিলোওয়াট ও ৫ কিলোওয়াট সোলার প্যানেলের চাহিদা সবচেয়ে বেশি। ৫ কিলোওয়াটের প্যানেল বসাতে প্রায় ৩ লক্ষ টাকা খরচ হয়, যার মধ্যে ১.৮ লক্ষ টাকা সাবসিডি হিসেবে দিচ্ছে সরকার। ৩ কিলোওয়াটের খরচ ১.৮০ লক্ষ থেকে ২.৮৫ লক্ষ টাকার মধ্যে, যার ওপরও একই পরিমাণ সাবসিডি পাওয়া যায়।
advertisement
5/8
ভালমানের DCR সোলার প্যানেল ব্যবহার করলে একাধিক সুবিধা মেলে। পরিষ্কারভাবে বসানো হলে, ৩ কিলোওয়াট প্যানেল মাসে ৩০০০ টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল কমাতে পারে। আর ৫ কিলোওয়াট প্যানেল কমাতে পারে প্রায় ৫০০০ টাকা পর্যন্ত। বিশেষ করে গরমে প্রচণ্ড রোদ থাকায় বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়।
advertisement
6/8
তবে সমস্যা একটাই—ঝড়-বৃষ্টির সময় সোলার প্যানেল অনেক সময় উড়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়। একে রক্ষা করতে হলে শক্তপোক্ত মাউন্টিং ফ্রেম ব্যবহার করতে হবে। সেটা এমন হতে হবে, যা প্রবল বাতাসেও নড়বে না। তা না হলে সমস্যা হতে পারে৷
advertisement
7/8
বিজয় গুপ্তা আরও জানান, যদি আপনি সরকারি সাবসিডি সহ সোলার প্যানেল বসাতে চান, তাহলে "PM সূর্য ঘর বিদ্যুৎ যোজনা" ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এরপর সংস্থার প্রতিনিধি আপনার ছাদ পরিদর্শন করে দেখবেন জায়গা যথেষ্ট আছে কিনা। যদি থাকে, তবে শুরু হবে ইন্সটলেশনের কাজ।
advertisement
8/8
এভাবে আপনি একবার সোলার প্যানেল বসিয়ে ফেললে, চাইলেও বিদ্যুৎ বিল আর আসবে না—এসি, গিজার চালান যত খুশি। গরমকালে এই পদ্ধতি হতে পারে সবচেয়ে বড় রিলিফ।