TRENDING:

এটিএম রুমে সব সময় কেন এসি চলে? ৯৯% মানুষ সঠিক উত্তর জানেন না

Last Updated:
Air conditioner in ATM room: অনেকেই ভাবেন, এটিএম রুমে এসি থাকে গ্রাহকদের জন্য। আসল কারণটা জেনে নিন।
advertisement
1/6
এটিএম রুমে সব সময় কেন এসি চলে? ৯৯% মানুষ সঠিক উত্তর জানেন না
আজকাল টাকা তুলতে খুব বেশি ব্যাঙ্কে যেতে হয় না গ্রাহকদের। এটিএম-এর মাধ্যমে প্রয়োজনে টাকা তোলা যায়।
advertisement
2/6
অনেক সময় এটিএমে টাকা তুলতে গিয়ে একটা ব্যাপার নিশ্চয়ই লক্ষ্য করেছেন! এটিএম রুম সব সময় ঠান্ডা থাকে। যে রুমে এটিএম থাকে সেখানে সব সময় এসি চলে।
advertisement
3/6
কখনও কি ভেবে দেখেছেন, কেন সারাক্ষণ এটিএম রুমে এসি চলে! কেন এটিএম রুম সব সময় ঠান্ডা রাখা হয়!
advertisement
4/6
যে কোনও ব্যাঙ্ক গ্রাহকদের সাতদিন, ২৪ ঘণ্টা এটিএম সার্ভিস দেয়। অর্থাৎ এটিএম সারাক্ষণ চলতে থাকে। যে কোনও সময় গেলেই আপনি টাকা তুলতে পারবেন।
advertisement
5/6
আপনার হাতের স্মার্টফোনের কথা ভেবে দেখুন। সেটিও প্রায় সারাক্ষণ চলছে। যে কোনও আবহাওয়ায় সেটি চলছে। ফলে অনেক সময় প্রচণ্ড গরমে আপনার হাতের ফোন খুব গরম হয়ে যায়। তখন সেটিকে ঠান্ডা করার প্রয়োজন পড়ে। না হলে ফোন বিগড়ে যেতে পারে।
advertisement
6/6
এটিএম -এর ক্ষেত্রেও ব্যাপারটা একই। সেই মেশিন সারাক্ষণ চলছে। ফলে গরম হয়ে সেটি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তাই সেই মেশিন সচল রাথতে রুমে এসি থাকতে হয়।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
এটিএম রুমে সব সময় কেন এসি চলে? ৯৯% মানুষ সঠিক উত্তর জানেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল