TRENDING:

AC: এসি-র গ্যাস ফুরিয়েছে কি না চেক করুন 'এভাবে', সহজ কাদয়া! না হলে এক মিনিটে ঠকাবে অসাধু মেকানিক

Last Updated:
Air Conditioner- অনেক সময় দেখা যায় এসি চালানো শুরু করার পরে পরেই ঠান্ডা হাওয়া বেরোয় না। এই সমস্যা মেটাতে মেকানিককে ডাকেন অনেকেই। মেকানিক এসি চেক করে প্রথমেই বলে দেয় গ্যাস ফুরিয়ে গিয়েছে এসির।
advertisement
1/6
এসি-র গ্যাস ফুরিয়েছে কি না চেক করুন 'এভাবে', সহজ কাদয়া! না হলে ঠকাবে অসাধু মেকানিক
প্রচণ্ড গরমে এখন অনেক বাড়িতেই ভরসা এসি। তবে এসি কিন্তু গরমের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য স্থায়ী সমাধান নয়। গাছ লাগান, গাছই একমাত্র প্রকৃতিতে তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে।
advertisement
2/6
অনেক সময় দেখা যায় এসি চালানো শুরু করার পরে পরেই ঠান্ডা হাওয়া বেরোয় না। এই সমস্যা মেটাতে মেকানিককে ডাকেন অনেকেই। মেকানিক এসি চেক করে প্রথমেই বলে দেয় গ্যাস ফুরিয়ে গিয়েছে এসির, সেটা বদলে নতুন গ্যাস ভরাতে হবে।
advertisement
3/6
কিছু ক্ষেত্রে অসৎ মেকানিকরা ভুল বুঝিয়ে এসির গ্যাস ভরানোর নামে আপনার থেকে অযথা অনেক টাকা নিয়ে থাকে। তবে টাকা খরচ করে এখন মেকানিক আনতে হবে না, নিজেই বুঝতে পারবেন আপনার বাড়ির এসিতে সত্যি গ্যাস ফুরিয়ে এসেছে কি না! সেই কায়দা আজ আমরা আপনাদের জানাব।
advertisement
4/6
এসির কম্প্রেসারে যদি শব্দ হতে থাকে, তাহলেও এসির গ্যাস ফুরিয়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে। এসি চালু করার সময় নজর দিতে হবে কম্প্রেসার বারবার চালু বা বন্ধ হচ্ছে কি না। এই ঘটনা থেকেও বোঝা যায় এসির গ্যাস ফুরিয়েছে কি না!
advertisement
5/6
এসির আউটলেট পাইপে যদি বরফ জমে গিয়ে থাকে তাহলে বুঝতে হবে এসির গ্যাস ফুরিয়ে গিয়েছে। আবার অনেক সময় এই আউটডোর ইউনিটে তেল জমে থাকে। তখনই তা হলে এসির গ্যাস রিফিল করতে হবে।
advertisement
6/6
এই লক্ষণগুলো না দেখতে পেলেও যদি কোনও মেকানিক বলে এসির গ্যাস শেষ, তাহলে বুঝতে হবে সে ভুল বোঝাচ্ছে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
AC: এসি-র গ্যাস ফুরিয়েছে কি না চেক করুন 'এভাবে', সহজ কাদয়া! না হলে এক মিনিটে ঠকাবে অসাধু মেকানিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল