TRENDING:

AC, Fridge Safety Tips: চরম গরমে 'এসি', 'ফ্রিজ' হঠাৎ হতে পারে 'টাইম বোমা'...! মানুন 'ছোট্ট' ট্রিক, এক ধাক্কায় কমবে বিল, মেশিন থাকবে আজীবন নতুন

Last Updated:
AC, Fridge Safety Tips: গরমে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে এসি ও ফ্রিজের ব্যবহার বাড়ে। এ সময় বৈদ্যুতিক লোডও বেশি হয়। অতিরিক্ত গরমের কারণে এগুলো বিস্ফোরিত হতে পারে। প্রতি বছর এ ধরনের শত শত ঘটনার খবর পাওয়া যায়।
advertisement
1/8
চরম গরমে 'এসি', 'ফ্রিজ' হঠাৎ হতে পারে 'টাইম বোমা'! মানুন 'ছোট্ট' ট্রিক, মেশিন থাকবে নতুন
*গরমে ঘরে এসি ও ফ্রিজের ব্যবহার অনেক বেড়ে যায়। প্রচণ্ড গরমে এই দুই যন্ত্রই মানুষকে সর্বাধিক স্বস্তি দেয়। তবে তা থেকে দুর্ঘটনাও ঘটতে পারে। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দুই যন্ত্র যেমন নষ্ট করে দিতে পারে, ঠিক তেমনই প্রাণহানিও হতে পারে। যাতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়, তাই এসি ও ফ্রিজ সাবধানে ব্যবহার করতে হবে। বিশেষ করে কিছু সেফটি টিপস মেনে চললে এড়ানো যাবে সব বিপদ...
advertisement
2/8
*দেওয়াল ঘেঁসে এসি বা ফ্রিজ রাখবেন না। অনেক বাড়িতেই এসি ও ফ্রিজ দেয়ালের সঙ্গে লেগে থাকে, এটা বড় ভুল। এগুলোর পেছনে মোটর থেকে তাপ বের হয়। সেই গরম বাতাসে মিশে যাওয়ার জন্য কিছুটা ফাঁকা জায়গা থাকতেই হবে।
advertisement
3/8
*দেয়ালের কাছাকাছি রাখলে তাপ বিকিরণ হয় না সঠিকভাবে। আর তাতেই মেশিন অতিরিক্ত উত্তপ্ত হতে পারে, যা থেকে বিস্ফোরণের সম্ভাবনা তৈরি হয়। তাই দেওয়াল থেকে কমপক্ষে এক ফুট দূরে রাখার পরামর্শ দেওয়া হয়। এতে বাতাস সঠিকভাবে প্রবাহিত হয়, বিপদ এড়ানো সম্ভব হয়।
advertisement
4/8
*ফিল্টার পরিষ্কার করতে হবেঃ গ্রীষ্মে এসি বিস্ফোরিত হওয়ার প্রধান কারণ ফিল্টার এবং কনডেনসার কয়েল পরিষ্কার না করা। বিশেষজ্ঞরা পরামর্শ দেন বছরে দু'বার পরিচর্যা করা উচিত এসি। ফিল্টার নোংরা হলে বাতাস ঠিকমতো টানে না। এতে এসি অতিরিক্ত গরম হয়ে যায়। কুলিং ফ্যান ও কয়েলও পরিষ্কার করতে হবে। এগুলো ঠিকমতো কাজ করলে ডিভাইস ঠান্ডা থাকে। অন্যথায় বিস্ফোরণের সম্ভাবনা প্রবল। নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে এই সমস্যা সহজেই সমাধান সম্ভব।
advertisement
5/8
বাড়ি সাজানোর ক্ষেত্রে বাস্তু মেনে চলেন অনেকেই। বাড়ির যে কোনও আসবাবপত্র অনেকেই বাস্তুর নিয়ম মেনে রাখেন। তেমনই বাড়িতে এসি রাখারও কিন্তু বাস্তুমতে নিয়ম আছে।
advertisement
6/8
*গ্রীষ্মকালে বিদ্যুৎ বিভ্রাট এবং ভোল্টেজের ওঠানামা খুবই সাধারণ বিষয়। ভোল্টেজ কমে গেলে বা হঠাৎ বেড়ে গেলে এসি ও ফ্রিজ নষ্ট হয়ে যেতে পারে। শর্ট সার্কিট হলে আগুন লাগার আশঙ্কা থাকে। এমন পরিস্থিতিতে ঘরের মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। এই সমস্যা এড়াতে স্ট্যাবিলাইজার বা সার্জ প্রটেক্টর ব্যবহার করা উচিত। এতে বৈদ্যুতিক সমস্যা থেকে মেশিন খারাপ হয়ে যাওয়ার সমস্যা কমবে।
advertisement
7/8
*সার্ভিসিং করতে ভুলবেন নাঃ এসি (এসি) ও ফ্রিজ সার্ভিসিং না করলে গরমে বিপদ নেই। এর মধ্যে রয়েছে গ্যাস ভর্তি এবং ওয়্যারিং পরীক্ষা করা। যদি গ্যাস পর্যাপ্ত না হয় তবে ডিভাইস আরও লোড নিয়ে নেয়। এতে তাপ বাড়তে পারে এবং বিস্ফোরণের সম্ভাবনা বাড়ে। সার্ভিসিং করলে তাদের পারফরম্যান্স উন্নত হবে। বাড়ির স্মার্ট মিটারগুলি বৈদ্যুতিক লোড দেখায়। তাই সেখানে কোনও সমস্যা পরিলক্ষিত হলে ওভারলোডিং এড়ানো যেতে পারে।
advertisement
8/8
*বিপদের কারণে? গরমে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে এসি ও ফ্রিজের ব্যবহার বাড়ে। এ সময় বৈদ্যুতিক লোডও বেশি হয়। অতিরিক্ত গরমের কারণে এগুলো বিস্ফোরিত হতে পারে। প্রতি বছর এ ধরনের শত শত ঘটনার খবর পাওয়া যায়। এজন্য যারা এসি ও ফ্রিজ ব্যবহার করেন তাদের উচিত যথাযথ সতর্কতা অবলম্বন করা। বাড়িতে অগ্নিনির্বাপক যন্ত্র রাখাও ভাল। এটি ছোটখাটো আগুন নেভাতে সাহায্য করে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
AC, Fridge Safety Tips: চরম গরমে 'এসি', 'ফ্রিজ' হঠাৎ হতে পারে 'টাইম বোমা'...! মানুন 'ছোট্ট' ট্রিক, এক ধাক্কায় কমবে বিল, মেশিন থাকবে আজীবন নতুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল