Air Conditioner Fire Prevention: চাঁদিফাটা গরমে একটানা চলছে AC, যখন-তখন লাগতে পারে আগুন! কী করলে বিপদ এড়ানো যাবে?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Air Conditioner Fire Prevention: শীতাতপ নিয়ন্ত্রণ করার যন্ত্র বা এসি-ও কিন্তু তেমনই ঝুঁকিপূর্ণ। ফলে এসির রক্ষণাবেক্ষণ খুবই প্রয়োজন সময় মতো। নয়তো আগুন লেগে বড়সড় দুর্ঘটনাও ঘটতে পারে।
advertisement
1/8

প্রবল গরমে নাভিঃশ্বাস। এসি ছাড়া কোনও গতি নেই। পরিস্থিতি এমন যে লোকে হাজার হাজার টাকা দিয়ে এসি ভাড়া করে ঘরে বসাচ্ছেন। চাহিদা বেড়েছে তিনগুণ। একটানা এসি চলছেই ঘরে ঘরে। তবে মনে রাখবেন, যে কোনও ইলেকট্রনিক যন্ত্রপাতিতেই কিন্তু শর্ট সার্কিট হতে পারে যখন-তখন।
advertisement
2/8
শীতাতপ নিয়ন্ত্রণ করার যন্ত্রও কিন্তু তেমনই ঝুঁকিপূর্ণ। ফলে এসির রক্ষণাবেক্ষণ খুবই প্রয়োজন সময় মতো। নয়তো আগুন লেগে বড়সড় দুর্ঘটনাও ঘটতে পারে।
advertisement
3/8
কী করবেন এসি মেশিনে দুর্ঘটনা আটকাতে? রইল সহজ কয়েকটি টিপস। এগুলি মেনে চললে আপনার সাধের ঠান্ডা মেশিন কোনও ভাবেই বিগড়াবে না।
advertisement
4/8
দুর্ঘটনা থেকে রক্ষা পেতে ভাল মানের এবং সঠিক মান ও স্পেকের পাওয়ার কেব্ল ব্যবহার করা। দক্ষ টেকনিশিয়ান দিয়ে এসির কনডেনসার নিয়মিত পরিষ্কার রাখা জরুরি।
advertisement
5/8
নির্দিষ্ট সময় অন্তর এসির ইউনিট ফ্যান ও ফিল্টার পরিষ্কার করতে হবে। বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ফিল্টার বদলে ফেলুন।
advertisement
6/8
এসির কম্প্রেসর ঠিক মতো কাজ করছে কিনা, তা দেখতে হবে। দীর্ঘ সময় এসি চালানোর পরেও ঘর ঠান্ডা না হলে তা কম্প্রেসর কাজ না করার ইঙ্গিত দেয়।
advertisement
7/8
এসি চালানোর ক্ষেত্রে অর্ধেক ভোল্টেজ লাগে। তাই এসির সঙ্গে সংযুক্ত বৈদ্যুতিক তারের গুণমান যাচাই করে নেওয়া জরুরি।
advertisement
8/8
এসির জন্য সবসময় আলাদা সার্কিট ব্রেকার করা ঠিক। তাতে শর্ট সার্কিট হওয়ার আশঙ্কা কম থাকে। প্রতি বছর গরমের আগে এসি ঠিক মতো কাদ করছে কি না তা পেশাদারদের দিয়ে দেখিয়ে সার্ভিসিং করিয়ে নেওয়া ভাল।