TRENDING:

AC Bill: সারাদিন এসি চললেও নো টেনশন...! অন্য বছরের তুলনায় অর্ধেক হবে কারেন্টের বিল, সহজ এই ৪ উপায় মানলেই কেল্লাফতে

Last Updated:
AC Electric Bill Reduce Tips: গরমের তাপ যত বাড়ছে, এয়ার কন্ডিশনারের (এসি) ব্যবহার তত বাড়ছে। এতে একদিকে যেমন গরমের স্বস্তি পাচ্ছেন, তেমনই চড়ছে মিটার। বিদ্যুতের বিল দেওয়ার দুশ্চিন্তায় ঘুম উড়েছে। তবে কিছু সহজ পদক্ষেপ অবলম্বন করে আপনি সহজেই আপনি এসি চালিয়েও ক্রমবর্ধমান বিদ্যুৎ বিল কমাতে পারবেন।
advertisement
1/5
সারাদিন এসি চললেও নো টেনশন! ১ টাকাও বেশি আসবে না কারেন্টের বিল, এই ৪ উপায় মানলেই কেল্লাফতে
*গরমের তাপ যত বাড়ছে, এয়ার কন্ডিশনারের (এসি) ব্যবহার তত বাড়ছে। এতে একদিকে যেমন গরমের স্বস্তি পাচ্ছেন, তেমনই চড়ছে মিটার। বিদ্যুতের বিল দেওয়ার দুশ্চিন্তায় ঘুম উড়েছে। তবে কিছু সহজ পদক্ষেপ অবলম্বন করে আপনি সহজেই আপনি এসি চালিয়েও ক্রমবর্ধমান বিদ্যুৎ বিল কমাতে পারবেন।
advertisement
2/5
*এসির তাপমাত্রাঃ অনেক সময় মানুষ মনে করে এসির তাপমাত্রা কম রাখলে বিদ্যুৎ সাশ্রয় হয়। কিন্তু তা সত্য নয়। ব্যুরো অব এনার্জি এফিসিয়েন্সির (বিইই) তথ্য অনুযায়ী, এসি ২৪ ডিগ্রি সেলসিয়াসে রাখলে বিদ্যুতের খরচ কমে যায়। এই তাপমাত্রা মানুষের জন্যও আরামদায়ক। রিপোর্ট অনুযায়ী, এসি-তে প্রতি ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেলে (২৪ থেকে ২৩ ডিগ্রি) বিদ্যুতের বিল ১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
advertisement
3/5
*টাইমার এবং স্লিপ মোডঃ সারারাত এসি চালানোর পরিবর্তে টাইমার ও স্লিপ মোড ব্যবহার করুন। এতে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং বিদ্যুতের ব্যবহারও কমে যায়। এর মাধ্যমে আপনি বিদ্যুৎ বিল কমাতে পারবেন।
advertisement
4/5
*নিয়মিত সার্ভিসিং করানঃ নোংরা ফিল্টার এবং ভেন্টের জন্য এসি ঘর ঠান্ডা করতে অসুবিধার মধ্যে পড়ে। এতে বিদ্যুতের ব্যবহার বাড়ে। বিদ্যুতের ব্যবহার কমাতে আপনার এসি নিয়মিত সার্ভিসিং এবং পরিষ্কার করিয়ে ফেলুন।
advertisement
5/5
*ইনভার্টার টেকনোলজিঃ সাধারণত দুই ধরনের এসি হয়, ইনভার্টার এসি এবং নন-ইনভার্টার এসি। ইনভার্টার এসি ঘরের তাপমাত্রা অনুযায়ী কম্প্রেসারের গতি সমন্বয় করে। এতে বিদ্যুতের ব্যবহার নিয়ন্ত্রণ করা যাবে। এতে বিদ্যুৎ বিল কমবে। অন্যদিকে নন-ইনভার্টার এসি ঘন ঘন অন-অফ হয়, ফলে বিদ্যুৎ খরচ ও বিল বেশি হয়।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
AC Bill: সারাদিন এসি চললেও নো টেনশন...! অন্য বছরের তুলনায় অর্ধেক হবে কারেন্টের বিল, সহজ এই ৪ উপায় মানলেই কেল্লাফতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল