Air Conditioner: ১ টাকাও খরচ হবে না, ডাকতে হবে না কোনও মেকানিক, এই ট্রিকসে বাড়িতেই করুন AC-র সার্ভিস, ৫ মিনিটে কনকনে ঠান্ডা ঘর, বাঁচবে বিদ্যুতের বিল
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Air Conditioner: এসি চালানোর আগে এসি পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এর জন্য কোনও মেকানিক ডাকার প্রয়োজন নেই। কয়েকটা টেকনিক শিখে নিলে আপনি নিজেই এসি সার্ভিস করতে পারবেন৷
advertisement
1/7

গরমকাল পড়তে না পড়তে এসি চালানো শুরু হয়ে গেছে৷ তবে এসি চালানোর আগে এসি পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এর জন্য কোনও মেকানিক ডাকার প্রয়োজন নেই। কয়েকটা টেকনিক শিখে নিলে আপনি নিজেই এসি সার্ভিস করতে পারবেন৷
advertisement
2/7
মার্চ মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই গরমও বাড়তে শুরু করে। এবং এসি ছাড়া যেন একমুহূর্ত থাকা যায় না৷ তবে এসি চালানোর আগে মেশিন পরিষ্কার করাও খুবই গুরুত্বপূর্ণ। তবে পরিষ্কার করার সময়ও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
advertisement
3/7
ঘরের ভেতরে লাগানো এসি পরিষ্কার করার সময়, এর ভেতরে থাকা জালও পরিষ্কার করা উচিত। দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকার কারণে এটি ধুলোয় ভরে যায়। যার কারণে এসির ঠান্ডা কমতে থাকে।
advertisement
4/7
ঘরে লাগানো এসি পরিষ্কার করার সময়, এর ভেতরে লাগানো জালটি বের করে ফেলুন। এটা মনে রাখবেন যে জালটি যেভাবে সরানো হচ্ছে সেভাবেই লাগাতে হবে। জালটি সরানোর পর, এর ভেতরের ধুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিন।
advertisement
5/7
এসি খোলার আগে, এর ধুলো পরিষ্কার করুন। এর পরে এর ভিতরে লাগানো জালটি বের করে জল ভর্তি বালতিতে রাখুন। এবং সাবান বা ডিটারজেন্ট দিয়ে ধীরে ধীরে পরিষ্কার করুন। জালটি আগের মতো নতুন দেখাতে শুরু করবে।
advertisement
6/7
জালটি জল দিয়ে পরিষ্কার করার পর ভাল করে শুকিয়ে নিন। জালটি সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেলে এসিতে লাগিয়ে নিন।
advertisement
7/7
জালটি পরিষ্কার করার পরেই দেখবেন এসির থেকে ঠান্ডা হাওয়া আগের মতোই বেরবে এবং ৫ মিনিটে ঘর হবে বরফের মতো ঠান্ডা।