AC Buying Tips: ১ টন, ১.৫ টন নাকি...কোন এসি কেনা উচিত? ভুল কিনলেই হু হু করে বাড়বে ইলেকট্রিক বিল! কেনার আগে অবশ্যই জেনে নিন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
AC Buying Tips: বাজারে বিভিন্ন ধরণের এসি কিনতে পাওয়া যায়। কোনওটা ১ টন, কোনওটা আবরা ১.৫ টন। কোন ধরণের এসি কেনা লাভজনক? কোন এসি কিনলে বিদ্যুত্ বাঁচবে বেশি?
advertisement
1/13

চৈত্রেই চাঁদিফাটা রোদ। গরমে হাঁসফাঁস করছে সকলে। হাওয়া অফিস জানাচ্ছে এই বছর তীব্র দাবদাহে পুড়বে বাংলা। অসহ্যকর গরমে একমাত্র স্বস্তি দিতে পারে এসি। ফ্যানের হাওয়া যেন গায়ে লাগছেই না।
advertisement
2/13
একসময় মধ্যবিত্তের কাছে ফ্যানই ছিল গরমের ভরসা। টেবিল ফ্যান থেকে সিলিং ফ্যান। ফ্যানের হাওয়াই গরমে মুক্তি দিতে যথেষ্ট ছিল।
advertisement
3/13
তবে ক্রমাগত বাড়তে থাকা তাপমাত্রার কাছে হার মানতে বসেছে ফ্যান। ফ্যানের হাওয়া যেন গায়েই লাগছে না, বেশিরভাগ সকলের তেমনই অনভূতি। তাই স্বল্পপুঁজি জমিয়েই সকলেই খুঁজছেন এসি।
advertisement
4/13
কিন্তু এসির কেনার পর কী হবে? এসি কেনার পর বাড়তে থাকা ইলেকট্রিক বিল নিয়েই বেশি চিন্তায় থাকেন বেশিরভাগ সকলে। কারণ এসি চালালেই তরতরিয়ে বেড়ে যায় ইলেকট্রিক বিল।
advertisement
5/13
বাজারে বিভিন্ন ধরণের এসি কিনতে পাওয়া যায়। কোনওটা ১ টন, কোনওটা আবরা ১.৫ টন। কোন ধরণের এসি কেনা লাভজনক? কোন এসি কিনলে বিদ্যুত্ বাঁচবে বেশি?
advertisement
6/13
গরম পড়তেই অনেকে বর্তমানে এসির কেনার পরিকল্পনা করছেন। কিন্তু সঠিক তথ্য না জেনে এসি কিনলে বড় সমস্যায় পড়তে হতে পারে। কত টন কেনা সঠিক হবে জেনে নিন।
advertisement
7/13
এসির Ton বলতে বোঝায় কোন এসিতে বেশি ঠান্ডা হবে। পাশাপাশি ইলেকট্রিকেরল বিলও আসবে বেশি।
advertisement
8/13
ফলে বেশি টনের এসি কেনার অর্থ সেই এসি ঘর বেশি ঠান্ডা রাখবে, পাশাপাশি ইলেকট্রিকের বিলও বেশি আসবে। তবে এসি কেনার আগে আরও কয়েকটি জিনিস মাথায় রাখা উচিত।
advertisement
9/13
এসি কেনার আগে অবশ্যই মনে রাখুন আরও কয়েকটি বিষয়। এসি কেনার আগে অবশ্যই দেখে নিন ঘরের সাইজ এবং এলাকায় পরিবেশের তাপমাত্রা কেমন থাকে। যদি টপ ফ্লোর বা ওপরের তলায় ঘর হয়, তাহলে সেখানে গরম বেশি হবে।
advertisement
10/13
যদি ঘর ১০০-১২০ স্কোয়ার ফুট হয়, তাহলে ১-টন এসি কেনা উচিত। যদি ঘর ৮০-১০০ স্কোয়ার ফুট ঘর হয়, তাহলে ০.৮ টন এসি কেনা উচিত।
advertisement
11/13
যদি ঘরের মাপ ১৩০-২০০ স্কোয়ার ফুট হয়, তাহলে ১.৫ টন কেনাই সঠিক হবে। বাড়ির হল রুমে যদি এসি লাগাতে চান, যদি সেই হলের সাইজ ২৫০ স্কোয়ার ফুট হয়, তাহলে ২ টন এসিও লাগানো যেতে পারে।
advertisement
12/13
ঘরের সাইজ অনুযায়ী কোন এসি হবে একেবারে পারফেক্ট? জানতে ব্যবহার করতে পারেন AC Tonnage Calculator-অ্যাপ ব্যবহার করতে পারেন। ফ্রি টুল হিসেবে ব্যবহার করতে পারেন।
advertisement
13/13
গরমে আপনার বাড়িতে চালাতে পারেন সারারাত ধরে এসি কিন্তু বিল আসবে আপনার সামর্থের মধ্যে। কিন্তু কিভাবে এই বেশি বিল আশা থেকে আপনি বাঁচবেন। আপনাকে কয়েকটি নিয়ম মেনে চললেই আসবে এই ধরনের সাফল্য। এসির বিল কমাতে এসি চালানোর পাশাপাশি ফ্যানও চালিয়ে দিন। এতে ঘর তাড়াতাড়ি ঠান্ডা হবে।