Air Condition: স্প্লিট, উইন্ডো! ব্যস্? আরও কত রকমের Ac হয় জানেন না? কেনার আগে জেনে নিন অবশ্যই
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
Air Condition: আমরা সকলেই উইন্ডো, স্প্লিট এবং টাওয়ার এসির কথা শুনেছি। কিন্তু এছাড়াও, অনেক রকমের এসি পাওয়া যায়, যাদের ব্যবহার করা যায় বিভিন্ন উপায়ে এবং বিভিন্ন প্রয়োজনে। জেনে নেওয়া যাক-
advertisement
1/9

বিশ্ব উষ্ণায়নের ফল ফলতে শুরু করেছে। ২০২৩ সালে প্রচণ্ড গরমে পুড়ে যাচ্ছে গোটা দেশ। আর সেই সঙ্গে লাফিয়ে বাড়ছে বাড়ির জন্য এসি কেনার প্রবণতা। কিন্তু এসি কেনার আগে নিজের প্রয়োজন ও এসির গুণমানের দিকে তাকান না বেশির ভাগ মানুষই। আখেরে ক্ষতিই হয়।
advertisement
2/9
ভুল এয়ার কন্ডিশনার নির্বাচন করা আর্থিক ভাবে ক্ষতিকর, আবার ভাল শীতলতাও পাওয়া যায় না তাতে। তাই এসি কেনার আগে একটু ভাল করে জেনে নেওয়া দরকার।
advertisement
3/9
আমরা সকলেই উইন্ডো, স্প্লিট এবং টাওয়ার এসির কথা শুনেছি। কিন্তু এছাড়াও, অনেক রকমের এসি পাওয়া যায়, যাদের ব্যবহার করা যায় বিভিন্ন উপায়ে এবং বিভিন্ন প্রয়োজনে। জেনে নেওয়া যাক—
advertisement
4/9
সেন্ট্রাল এয়ার কন্ডিশনার: সাধারণত অফিসে ব্যবহার করা হয়। অনেকটা বড় জায়গা একসঙ্গে ঠান্ডা করার প্রয়োজন হলেই এই ধরনের এসি ব্যবহার করা হয়। সেন্ট্রাল এসি-র ক্ষেত্রে চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ঘরে শীতলতা পৌঁছে দেওয়া হয়। এর দাম ৩-৪ লক্ষ টাকা থেকে শুরু হয়।
advertisement
5/9
উইন্ডো এসি: সাধারণত গৃহস্থ বাড়িতে যে এসি ইনস্টল করা হয়, তা ঘরের জানালায় লাগানো থাকে। ঘরের মাপ অনুযায়ী উইন্ডো এসি লাগাতে হয়। দাম পড়ে ২৫ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত।
advertisement
6/9
স্মার্ট এয়ার কন্ডিশনার: এসি-তে নতুন প্রযুক্তি আসতে শুরু করেছে, যাকে বলা হয় স্মার্ট হোম বা স্মার্ট সিস্টেম কম্প্যাটিবিলিটি। অফিস বা অন্য শহর থেকে নিজের স্মার্টফোন বা ট্যাবলেট থেকে বাড়ির এসি পরিচালনা করা যায়। স্মার্ট এয়ার কন্ডিশনারের দাম দেড়-দু’লক্ষ টাকা হতে পারে।
advertisement
7/9
ডাক্টলেস মিনি-স্প্লিট এয়ার কন্ডিশনার: এই এসি-তে ডাক্ট ব্যবহার করা হয় না, তবুও এটি একটি ঘরে ইনস্টল করা হলে অন্য ঘরকে ঠান্ডা করে। এজন্য, ডাক্টলেস মিনি স্প্লিট এয়ার কন্ডিশনারে, একটি পাইপটি দুটি কক্ষের মধ্যে ঢোকানো থাকে, যা ব্লোয়ারে যুক্ত থাকে। প্রয়োজনে চালু করা হয়। এর দাম হতে পারে দু’আড়াই লক্ষ টাকার মধ্যে।
advertisement
8/9
পোর্টেবল এয়ার কন্ডিশনার: প্রয়োজনে হলে যাতে এক জায়গা থেকে অন্যত্র সরিয়ে ফেলা যায়, সেই জন্যই পোর্টেবল এসি ব্যবহার করা হয়। এগুলির দামও হতে পারে প্রায় ১ লক্ষ টাকা।
advertisement
9/9
থ্রু-দ্য-ওয়াল এয়ার কন্ডিশনার বা স্প্লিট এসি: আজকাল বেশিরভাগ বাড়ির দেয়ালেই স্প্লিট এসি দেখা যায়। এতে ইনডোর ও আউটডোর—দু’টি ইউনিট থাকে। আউটডোরে থাকে কম্প্রেসার এবং ইনডোরে কুলিং কয়েল। যেখানে উইন্ডো এসি লাগানোর সুযোগ নেই, সেখানেই এই ধরনের এসি লাগানো হয়।