AC কিনলেই বাড়িতে আসে এই রোগ! গরম থেকে বাঁচতে গিয়ে শরীরের বারোটা বেজে যায়!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Air condition related diseases: এসি কিনেছেন? সঙ্গে বাড়িতে ফ্রি-তে নিয়ে এসেছেন এই সব রোগ। জেনে নিন একবার।
advertisement
1/7

তীব্র গরমে দেদার বিক্রি হচ্ছে এসি। দোকানদারদের দাবি, রোজ এত বেশি অর্ডার আসছে যে জোগান দিতে হিমশিম অবস্থা তাঁদের।
advertisement
2/7
এসি গরম থেকে বাঁচায় ঠিকই। তবে শরীরের বারোটা বাজিয়ে দিতে পারে। গরমে বেশিরভাগ সময় এসিতে থাকলে শরীরে দফারফা কেউ রুখতে পারবে না।
advertisement
3/7
এসিতে অনেকক্ষণ থাকলে চামরা শুষ্ক হয়ে যায়। এই শুষ্কতা কিন্তু প্রাকৃতিক নয়। ফলে বিভিন্নরকম চর্মরোগ দেখা দিতে পারে।
advertisement
4/7
অনেকটা সময় এসিতে থাকলে চোখেও শুষ্কতা দেখা দিতে পারে। হতে পারে ড্রাই আইজ-এর সমস্যা।
advertisement
5/7
শ্বাস-প্রশ্বাসের একাধিক সমস্যা বাড়িয়ে দিতে র পারে এসি। হাঁপানির সমস্যা থাকলে এসি মারাত্মক ক্ষতি করতে পারে।
advertisement
6/7
কিছু ক্ষেত্রে মাইগ্রেনের সমস্যা বাড়িয়ে দিতে পারে এসি। ফলে দীর্ঘ সময় এসিতে থাকার ফলে মাথাব্যথা হতেই পারে। এমনকী অনেকের মাথা ঘোরার লক্ষ্মণও দেখা গিয়েছে।
advertisement
7/7
অনেকটা সময় এসিতে থাকার ফলে অনেকের ব্যাক পেন-এর সমস্যা দেখা গিয়েছে। কেউ কেউ আবার অনিদ্রার শিকার হয়েছেন।