TRENDING:

AC Mode: এসির এই একটা মোড অন রাখুন... এত কম ইলেকট্রিক বিল আসবে যে বিশ্বাসই হবে না! ছোট্ট 'টিপস্'

Last Updated:
এসি কিনলেই তো আর হল না। এসি চললে বিদ্যুত বিলের খরচ একটা বড় ব্যাপার। ফলে খরচ নিয়েও একটা চিন্তা সবারই প্রায় থাকে। আর এসি কতটা বিদ্যুৎ পোড়াবে, তা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে।
advertisement
1/6
এসির এই একটা মোড অন রাখুন... এত কম ইলেকট্রিক বিল আসবে যে বিশ্বাসই হবে না! ছোট্ট 'টিপস্'
প্রতিবছরই বাড়ছে গরম। তার সঙ্গে বাড়ছে এসির বিক্রি। কিন্তু বিলের ধাক্কায় মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়।
advertisement
2/6
এসি কেনার পরে কেউ যদি ইলেকট্রিক বিল কমানোর সমাধান খোঁজেন, তাহলে ইনভার্টার এসি কেনাই বুদ্ধিমানের কাজ হবে।
advertisement
3/6
ইনভার্টার এসি (inverter AC) এবং নন-ইনভার্টার (Non-inverter AC) এসি মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ তফাত রয়েছে। আসলে ইনভার্টার AC-র কম্প্রেসর মোটর তার গতি নিয়ন্ত্রণ করতে পারে। ফলে একবার ঘর ঠান্ডা হয়ে গেলে ইনভার্টার প্রযুক্তির এয়ার কন্ডিশনার ঘরের প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা বজায় রাখতে মোটরের গতিও কমিয়ে দেয়।
advertisement
4/6
জেনে রাখুন এসির ডায়েট মোডে ৮১ শতাংশ বিদ্যুৎ খরচ কমাতে পারেন গ্রাহক। ঘর ঠান্ডাও হয় ভাল। সোজা কথায়, বিদ্যুৎ বিল কমবে আবার ঘর ঠান্ডাও হবে।
advertisement
5/6
এসি কিনলেই তো আর হল না। এসি চললে বিদ্যুত বিলের খরচ একটা বড় ব্যাপার। ফলে খরচ নিয়েও একটা চিন্তা সবারই প্রায় থাকে। আর এসি কতটা বিদ্যুৎ পোড়াবে, তা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে।
advertisement
6/6
তাই কিছু উপায় জানা থাকলে ইলেকট্রিক বিল পুরো না কমলেও অনেকটাই কাজ হবে। কিছুটা হলেও সাশ্রয় করতে পারবেন।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
AC Mode: এসির এই একটা মোড অন রাখুন... এত কম ইলেকট্রিক বিল আসবে যে বিশ্বাসই হবে না! ছোট্ট 'টিপস্'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল