AI Photo Editing: সাদা-কালো ছবিকে রঙিন করতে চাইছেন? মুশকিল আসান করবে ChatGPT, জানুন কীভাবে
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
AI Photo Editing: অনেকেই নিজের সাদা-কালো পারিবারিক ছবিতে রঙের ছোঁয়া লাগাচ্ছেন ChatGPT-র সাহায্যে। অর্থাৎ সাদা-কালো ছবিকে রঙিন ছবিতে পরিণত করতে কাজে লাগাচ্ছেন ChatGPT-কে।
advertisement
1/6

এত দিন Studio Ghibli স্টাইলের ছবি ছিল ট্রেন্ডিংয়ে। এআই টুল ব্যবহার করে অনায়াসে নিজেদের Studio Ghibli স্টাইল ছবি বানাচ্ছিলেন ব্যবহারকারীরা। আপাতত সেই Ghibli-জ্বর একটু থিতিয়ে পড়েছে ঠিকই। তবে এআই টুলকে আরও এক খেলায় মেতেছেন নেটিজেনরা। প্রথমে তো নিজেদের পোষ্যকে মানুষ-রূপে কেমন দেখাবে, সেটা দেখতে এআই টুল ব্যবহার করছিলেন তাঁরা। সেই সঙ্গে এভাবে নিজেদের বার্বি-স্টাইল অবতারের ছবিও বানাচ্ছিলেন।
advertisement
2/6
কিন্তু এখন সেই সব অতীত হয়ে এসে গিয়েছে নতুন এক ট্রেন্ড। যা কম সময়ে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। কিন্তু কী সেই নতুন ট্রেন্ড, যা নিয়ে মাতামাতি শুরু হয়েছে। আসলে অনেকেই নিজের সাদা-কালো পারিবারিক ছবিতে রঙের ছোঁয়া লাগাচ্ছেন ChatGPT-র সাহায্যে। অর্থাৎ সাদা-কালো ছবিকে রঙিন ছবিতে পরিণত করতে কাজে লাগাচ্ছেন ChatGPT-কে। ফলে পুরনো সাদা-কালো ছবিও একেবারে নতুনের মতো ঝকঝকে রঙিন হয়ে উঠছে। এমনকী অনেকেই নিজেদের মা-বাবা কিংবা ঠাকুরমা-ঠাকুরদার ছবিও এই কায়দায় একেবারে নতুন রূপ দিচ্ছেন।
advertisement
3/6
পুরনো ছবিতে রঙের ছোঁয়া আনার উপায়: প্রথমেই ছোট্ট একটি নির্দেশ দিতে হবে যে, এই সাদা-কালো ছবিটিকে ন্যাচারালি কালারাইজড ভার্সনে পরিণত করতে হবে। সেটি যেন একেবারে আসল রঙিন ছবির মতো দেখতে হয়। ব্যবহারকারী চাইলে যে কোনও নির্দিষ্ট তথ্যও ChatGPT অথবা এআই টুলকে দিতে পারেন। কেমন তথ্য, সেটার উদাহরণ নীচে দেওয়া হল -
advertisement
4/6
১. এটা আমার মা-বাবার বিয়ের ছবি। যা তোলা হয়েছিল ১৯৭০ সালে। দয়া করে রঙগুলিকে ন্যাচারাল রাখা হোক। ২. স্কিন টোন, চোখের রঙ এবং ন্যাচারাল টেক্সচারকে একদম নিখুঁত ভাবে রেন্ডার করতে হবে। ৩. রিয়েলিস্টিক লাইটিং ব্যবহার করতে হবে। আর সেই যুগে বিয়ের অনুষ্ঠানের মতো সঠিক রঙ ব্যবহার করতে হবে। ৪. সাদা-কালো ছবি থেকে আসল বিবরণ, টেক্সচার এবং কনট্রাস্ট রেখে দিতে হবে। ৫. ওভার স্যাচুরেশন, স্টাইলাইজড ফিল্টার অথবা দৃশ্যমান এআই আর্টিফ্যাক্ট রাখা চলবে না।
advertisement
5/6
ChatGPT-কে ব্যবহার করে পুরনো ছবিতে রঙের ছোঁয়া আনার উপায়: ১. প্রথমে ChatGPT ওয়েবসাইট অথবা অ্যাপে যেতে হবে। এমন ভার্সন ব্যবহার করতে হবে, যা ইমেজকে সাপোর্ট করে। ২. ব্যবহারকারী যে সাদা-কালো ছবিতে রঙের ছোঁয়া দিতে চাইছেন, সেটি খুঁজে বার করতে হবে। চ্যাট উইন্ডোতে তা আপলোড করতে হবে।
advertisement
6/6
৩. উপরোক্ত নির্দেশ দিয়ে ছবিটিকে রঙিন করার কথা বলতে হবে। ৪. ChatGPT এবার ব্যবহারকারীর নির্দেশমতো ছবিটিকে প্রসেস করবে। আর সেই সঙ্গে কালার্ড ভার্সন দিয়ে দেবে। যার জন্য মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে। ৫. ব্যবহারকারীর পছন্দমতো ছবি চলে এলে তা ডাউনলোড করে নিতে হবে। এরপর তা পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়া যেতে পারে। কিংবা অনলাইনেও পোস্ট করা যেতে পারে।