TRENDING:

Winter Tips: এক এসিতেই ঘায়েল ঠান্ডা-গরম দুই! এসিই হয়ে যাবে রুম হিটার? বরফের মতো শীতল ঘরও কয়েক মিনিটে দিব‍্যি গরম, জেনে নিন উপায়

Last Updated:
Winter Tips: জানেন কি চাইলেই এসিকে ঘর গরম করার কাজেও লাগানো যেতে পারে।
advertisement
1/9
এসিই হয়ে যাবে রুম হিটার? এক এসিতেই ঘায়েল ঠান্ডা-গরম দুই! শীতল ঘরও নিমেষে গরম
প্রবল শীতে কাঁপছে গোটা দেশ। দেশের প্রতিটি রাজ‍্যেই হু হু করে নামছে তাপমাত্রার পারদ। প্রবল হাড় কাঁপানো ঠান্ডা এ রাজ‍্যেও। উত্তর থেকে দক্ষিণ, গোটা বঙ্গজুড়ে প্রবল ঠান্ডা।
advertisement
2/9
গরমের দাপটে প্রায় বেশিরভাগ বাড়িতে জায়গা করে নিয়েছে এসি। কিন্তু ঠান্ডায় একেবারে অকেজো দাম দিয়ে কেনা এসি। তবে জানেন কি চাইলেই এসিকে ঘর গরম করার কাজেও লাগানো যেতে পারে।
advertisement
3/9
প্রবল ঠান্ডায় মেঝেতে পা রাখাই দায়। নিজেকে মুড়ে রাখতে হচ্ছে শোয়েটার, চাদর, মাফলারে। অনেকে ঠান্ডা রুখতে কিনে থাকেন রুম হিটার।
advertisement
4/9
তবে সঠিক পদ্ধতি জানলে এসিকেই বানিয়ে ফেলা যেতে পারে রুম হিটার। কেবল গরমেই নয়, ঠান্ডাতেও দিব‍্যি কাজে লাগানো যেতে পারে এসিকে।
advertisement
5/9
কীভাবে এসিকে বদলে ফেলা যাবে রুম হিটারকে? এসিকে কাজে লাগিয়ে দিব‍্যি বাড়িয়ে ফেলতে পারবেন ঘরের ভেতরের তাপমাত্রা। জেনে নিন পদ্ধতি।
advertisement
6/9
বেশ কয়েকটি এয়ার কন্ডিশানার রয়েছে যা ঘর শীতল করার পাশাপাশি ঘর গরমও করতে পারে। তবে এগুলিকে সঠিকভাবে চালাতে জানতে হবে।
advertisement
7/9
এই প্রযুক্তি বিপরীত চক্রের উপর ভিত্তি করে। যখন আমরা এয়ার কন্ডিশনারকে কুলিং মোডে সেট করি, তখন এটি ঘরের তাপ শোষণ করে এবং ভিতরে ঠান্ডা বাতাস ছেড়ে দেয়।
advertisement
8/9
যখন আমরা এটিকে হিটিং মোডে সেট করি, তখন এই প্রক্রিয়াটি বিপরীত হয়ে যায়। এটি ঘর থেকে বাতাস শুষে নেয়, এতে তাপ যোগ করে এবং তারপরে ঘরে গরম বাতাস ছেড়ে দেয়।
advertisement
9/9
রিমোট থেকে হট মোড চালু করতে হবে। এর পর তা থেকে গরম বাতাস বের হতে শুরু করবে। তবে সাধারণ এসির তুলনায় এই এসি কিছুটা ব্যয়বহুল।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Winter Tips: এক এসিতেই ঘায়েল ঠান্ডা-গরম দুই! এসিই হয়ে যাবে রুম হিটার? বরফের মতো শীতল ঘরও কয়েক মিনিটে দিব‍্যি গরম, জেনে নিন উপায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল