TRENDING:

AC Ton Chart for Room: এসি কিনবেন ভাবছেন? দোকানদার বোকা বানানোর আগে সতর্ক থাকুন! কোন ঘরে কত 'টন' এসি লাগবে জানুন...

Last Updated:
AC Ton Chart for Room: অনেকের মধ্যে বিভ্রান্তি থাকে যে কত টনের AC কিনতে হবে। অনেকেই জানেন না যে AC-তে 'টন' মানে কী। যদি আপনিও এই বিষয়ে পরিষ্কার না হন, তাহলে চিন্তার কিছু নেই। এখানে বিস্তারিত জানানো হল...
advertisement
1/9
এসি কিনবেন? দোকানদার বোকা বানানোর আগে সতর্ক থাকুন! কোন ঘরে কত 'টন' এসি লাগবে জানুন...
গরমের মরশুম কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে। ফলে অনেকেই এয়ার কন্ডিশনার বা AC কেনার পরিকল্পনা করছেন।
advertisement
2/9
তবে, যখনই কেউ AC কিনতে যান, তখন ১ টন, ১.৫ টন বা ২ টনের মতো শব্দ শুনতে পান। কিন্তু এদের প্রকৃত অর্থ কী? অনেকেই বুঝতে পারেন না যে কত টনের AC কেনা উচিত। যদি আপনিও এই বিষয়ে বিভ্রান্ত থাকেন, তাহলে চিন্তার কিছু নেই। এখানে বিস্তারিত ব্যাখ্যা করা হল...
advertisement
3/9
AC-তে 'টন' মানে কীAC-তে 'টন' বলতে বোঝায় সেটির শীতলতা উৎপাদনের ক্ষমতা, ওজন নয়। অনেকের ধারণা, 'টন' মানে AC-এর ওজন, কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা।
advertisement
4/9
টন নির্দেশ করে যে AC প্রতি ঘণ্টায় কতটা গরম বাতাস ঘর থেকে বের করতে পারে। গরম বাতাসের পরিমাণ BTU (British Thermal Unit) দ্বারা পরিমাপ করা হয়।
advertisement
5/9
সাধারণত, ১ টন AC এক ঘণ্টায় ১২,000 BTU গরম বাতাস বের করতে পারে। ১.৫ টন AC এক ঘণ্টায় ১৮,000 BTU গরম বাতাস বের করতে পারে। ২ টন AC এক ঘণ্টায় ২৪,000 BTU গরম বাতাস বের করতে পারে। অর্থাৎ, টনের মান যত বেশি হবে, AC তত দ্রুত ঘর ঠান্ডা করতে পারবে।
advertisement
6/9
কত টনের AC কিনবেনআপনার ঘরের আয়তনের ওপর নির্ভর করে ঠিক করতে হবে কত টনের AC প্রয়োজন। সাধারণত— ১০০–১৩০ বর্গফুট ঘরের জন্য 1 টন AC যথেষ্ট।
advertisement
7/9
১৩০–২০০ বর্গফুট ঘরের জন্য ১.৫ টন AC ভাল বিকল্প। ২৫০–৩৫০ বর্গফুট ঘরের জন্য ২ টন AC ভাল সমাধান হতে পারে।
advertisement
8/9
AC কেনার সময় উপযুক্ত টন নির্বাচন করা গুরুত্বপূর্ণ, যাতে বিদ্যুৎ খরচ কম হয় এবং ঘর দ্রুত ঠান্ডা হয়।
advertisement
9/9
১০০ – ১৩০ বর্গফুটের ঘরের জন্য ১ টন AC, ১৩০ – ২০০ বর্গফুটের জন্য ১.৫ টন AC, ২০০ – ২৫০ বর্গফুটের জন্য ১.৮ টন AC, ২৫০ – ৩৫০ বর্গফুটের জন্য ২ টন AC, ৩৫০ – ৫০০ বর্গফুটের জন্য ২.৫ টন AC, ৫০০ – ৭০০ বর্গফুটের জন্য ৩ টন AC উপযুক্ত।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
AC Ton Chart for Room: এসি কিনবেন ভাবছেন? দোকানদার বোকা বানানোর আগে সতর্ক থাকুন! কোন ঘরে কত 'টন' এসি লাগবে জানুন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল