AC Standard Temperature: ঘর বরফের মতো ঠাণ্ডা হলেও বিদ্যুতের খরচ নামমাত্র! এসি কত ডিগ্রিতে চালালে বাঁচবে খরচ?
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
AC Standard Temperature: জীবন দুর্বিসহ হয়ে উঠল এসির ঠান্ডা বাতাস আপনাকে শান্তি দিতে পারে৷ কিন্তু তার পিছনে খরচও অনেক৷ এসির কারণে লাফিয়ে বাড়ে বিদ্যুতের বিল৷
advertisement
1/7

প্রচণ্ড গরমে এসি ব্যবহার করা এখন একমাত্র রাস্তা হয়ে দাঁড়িয়েছে৷ গরম ও আর্দ্রতার তীব্রতার কারণে জীবন দুর্বিসহ হয়ে উঠল এসির ঠান্ডা বাতাস আপনাকে শান্তি দিতে পারে৷ কিন্তু তার পিছনে খরচও অনেক৷ এসির কারণে লাফিয়ে বাড়ে বিদ্যুতের বিল৷
advertisement
2/7
কিন্তু আপনার কয়েকটি অভ্যাস এই বিদ্যুতের বিলকে নিয়ন্ত্রণ করতে পারে৷ অর্থাৎ, কয়েকটি নিয়ম মানলেই আপনার এসির বিল আসবে অনেকটা কম৷ সেই দিকে খেয়াল প্রথম থেকেই রাখা বিশেষ ভাবে জরুরি৷ আজকে আমরা তেমনই একটি বিষয় নিয়ে কথা বলব৷
advertisement
3/7
এসির বিল যদি নিয়ন্ত্রণে রাখতে হয়, তা হলে অবশ্যই আপনাকে নজরে রাখতে হবে এসি ব্যবহারের তাপমাত্রার দিকে৷ সে দিকে যদি আপনার স্পষ্ট নজর থাকে, তা হলে এসির বিল থাকবে নিয়ন্ত্রণে৷ একটি নির্দিষ্ট তাপমাত্রায় থাকলে আপনার বিদ্যুতের খরচ অনেকটা কমবে৷
advertisement
4/7
মনে রাখবেন, ইনভার্টার এসির খরচ, নন ইনভার্টার এসির খরচের তুলনায় অনেকটা কম৷ এর ফারাকে এসি চালানোর সামগ্রিক খরচ অনেকটাই হেরফের হয়৷ একাধিক সংস্থার বিশেষজ্ঞরা এই কথা বলেছেন৷ তবে, তাঁরা তাপমাত্রার বিষয়টিও বেঁধে দিয়েছেন৷
advertisement
5/7
তাঁরা বলেছেন, এসির গায়ে সাধারণত সাশ্রয়ী তাপমাত্রার উল্লেখ করা থাকে৷ কোনওটির ক্ষেত্রে সেটি ২৪ ডিগ্রি আবার কোনওটির ক্ষেত্রে সেটি ২৫ ডিগ্রি সেলসিয়াস৷ এর ফলে, সারা বছরে ৬ থেকে ৭ হাজার টাকা কম খরচ হতে পারে আপনার৷
advertisement
6/7
বাইরে গরম পড়লেই তাই খুব কম তাপমাত্রায় এসি চালানোর অভ্যাস আপনাকে ছাড়তে হবে৷ তাতে আপনার লাভই হবে৷ আর এসির নিয়মিত রক্ষণাবেক্ষণ করাও একান্ত জরুরি৷ নিয়মিত এসি পরিস্কার করা, দরজা-জানলা বন্ধ রাখা একান্তই দরকার৷
advertisement
7/7
গরমের মরশুমের আগে ও পরে, একবার করে এসি ক্লিন করে নেওয়া উচিত৷ তাতে দীর্ঘমেয়াদে লাভ হয়৷ এসির মধ্যে কোনও দাহ্যবস্তু ব্যবহার না করাই ভাল৷ সিগারেট খাওয়াও এসির মধ্যে উচিত নয়৷ এই দিকগুলি খেয়াল রাখলে আপনার এসি ভাল চলবে৷