TRENDING:

AC Electric Bill: বর্ষায় এসি চালানোর সময় এই ভুলগুলি করছেন না তো? খরচ বাড়বে হু হু করে! কীভাবে বিদ্যুতের খরচ বাঁচাবেন? রইল হদিশ

Last Updated:
AC Electric Bil Saving Tips: বর্ষার মরশুমে বাতাসে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পায়। তাই এসি-র ব্যবহার কিন্তু এখনও ফুরিয়ে যায়নি। এই মরশুমে আরাম পাওয়ার জন্য চালাতেই হচ্ছে এসি। 
advertisement
1/6
বর্ষায় এসি চালানোর সময় এই  ভুলগুলি করছেন না তো? খরচ বাড়বে হু হু করে!
ইতিমধ্যেই দেশ জুড়ে প্রবেশ করেছে বর্ষার মরশুম। এর জেরে গরমের দাপট একটু হলেও কমেছে। কিন্তু গরমের জ্বালা জুড়োলেও অস্বস্তি যেন বেড়ে গিয়েছে। আসলে বর্ষার মরশুমে বাতাসে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পায়। তাই এসি-র ব্যবহার কিন্তু এখনও ফুরিয়ে যায়নি। এই মরশুমে আরাম পাওয়ার জন্য চালাতেই হচ্ছে এসি।
advertisement
2/6
আসলে বর্ষাকালে আর্দ্রতা বৃদ্ধি পেলে অনেকেই ঘর ঠান্ডা করার জন্য এসি ব্যবহার করে থাকেন। কিন্তু এই সময় এসি ব্যবহার করতে গিয়ে অনেকেই কিছু সাধারণ ভুল করে বসেন। আসলে বর্ষার দিনে এসি ব্যবহার করার সময় সেই ভুলগুলি এড়িয়ে চলা উচিত। নাহলে কিন্তু প্রচুর টাকা খরচ হয়ে যেতে পারে। তাই আজকের প্রতিবেদনে সেই ভুলগুলির বিষয়ে আলোচনা করে নেওয়া যাক।
advertisement
3/6
এসি-র ফিল্টার পরিষ্কার করতে হবে: বর্ষার মরশুমে এসি-র ভিতরের আর্দ্রতা ফিল্টার এবং ডাক্টের মধ্যে জমা হতে থাকে। যদি তা পরিষ্কার না করা হয়, তাহলে সেখানে ছত্রাক বা ফাঙ্গাস জন্মাতে শুরু করে। আর এই কারণে এসি থেকে দুর্গন্ধ বার হতে শুরু করে। এমন পরিস্থিতিতে প্রতি দুই সপ্তাহ অন্তর একবার করে এসি-র ফিল্টার পরিষ্কার করা উচিত।
advertisement
4/6
একটি স্টেবিলাইজার ব্যবহার করা আবশ্যক: বর্ষার মরশুমে বিদ্যুৎ বিভ্রাট এবং ভোল্টেজের ওঠা-নামা খুবই সাধারণ বিষয়। যদি এসি-র সঙ্গে ভোল্টেজ স্টেবিলাইজার বা সার্জ প্রোটেক্টর না ইনস্টল করা থাকে, তাহলে হঠাৎ ভোল্টেজ আপ-ডাউনের কারণে এসি-র ভিতরের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থেকেই যায়। এমন পরিস্থিতিতে এসি নিরাপদ রাখার জন্য স্টেবিলাইজার ব্যবহার করা আবশ্যক।
advertisement
5/6
এসি-র বাইরের ইউনিটে মরিচা পড়ার ঝুঁকি: আমরা সকলেই জানি যে, স্প্লিট এসি-তে একটি আউটডোর ইউনিট থাকে। আর বাইরের দিকের ইউনিটটি সাধারণ ভাবে বাইরে বা খোলা জায়গায় ইনস্টল করা থাকে। যার জেরে বৃষ্টির জল পড়ে বাইরের ইউনিটটিতে মরিচা পড়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে এসি-র আউটডোর ইউনিটের অংশগুলির ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকেই যায়। এহেন অবস্থায় এসি-র বাইরের ইউনিটটি বাড়ির বারান্দা বা ব্যালকনিতে ইনস্টল করা উচিত।
advertisement
6/6
বর্ষাকালে এসি-র তাপমাত্রা কত-য় সেট করা উচিত?বর্ষার দিনে এসি চালালে এর তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে এবং সেই সঙ্গে সিলিং ফ্যানও চালু রাখা উচিত। এতে ঘরের মধ্যে ঠান্ডা বাতাস ভাল ভাবে ছড়িয়ে পড়বে এবং আরামদায়ক ঠান্ডার অনুভূতি মিলবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
AC Electric Bill: বর্ষায় এসি চালানোর সময় এই ভুলগুলি করছেন না তো? খরচ বাড়বে হু হু করে! কীভাবে বিদ্যুতের খরচ বাঁচাবেন? রইল হদিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল