TRENDING:

AC Electric Bill: এসি চালানোর সময় এই ভুল করছেন? হু-হু করে বাড়বে ইলেকট্রিক বিল! কীভাবে বিদ্যুতের খরচ বাঁচাবেন? রইল হদিশ

Last Updated:
AC Electric Bill: এসি চালানোর ক্ষেত্রে বহু মানুষ ছোট ছোট ভুল করে ফেলেন। যার জেরে ইলেকট্রিসিটির বিলও হু-হু করে বাড়তে শুরু করে দেয়।
advertisement
1/6
এসি চালানোর সময় এই ভুল করছেন? হু-হু করে বাড়বে ইলেকট্রিক বিল! চাপ পড়বে পকেটে
গরমের মরশুম ধীরে ধীরে অসহনীয় হয়ে উঠছে। তাপমাত্রার পারদ লাগামছাড়া। দেশের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহ চলছে। এই পরিস্থিতিতে ঘরে-ঘরে এসি এখন যেন অপরিহার্য হয়ে পড়েছে। কিন্তু এসি চালানোর ক্ষেত্রে বহু মানুষ ছোট ছোট ভুল করে ফেলেন। যার জেরে ইলেকট্রিসিটির বিলও হু-হু করে বাড়তে শুরু করে দেয়। যদি বাড়িতে সব সময় এসি ব্যবহৃত হয়, তাহলে এই ভুলগুলি সম্পর্কে জেনে রাখা আবশ্যক। এতে ইলেকট্রিসিটি বিলের বোঝা অনেকটাই কমানো সম্ভব।
advertisement
2/6
ভুল টেম্পারেচার সেটিং: অনেক সময় বহু মানুষই খুব কম তাপমাত্রা (১৬-১৮ ডিগ্রি সেলসিয়াস)-য় এসি চালিয়ে রাখেন। এর জেরে এসি-র কম্প্রেসরের উপর ব্যাপক চাপ পড়ে এবং পাওয়ার কনজাম্পশনও বাড়ে। সাধারণ ভাবে এসি-র জন্য ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে একেবারে উপযুক্ত বলে মনে করা হয়। এটি আরামদায়ক ঠান্ডা প্রদান করে এবং ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ সাশ্রয় করে।
advertisement
3/6
নিয়মিত সার্ভিসিং না করা: এসি নিয়মিত ভাবে সার্ভিসিং করা না হলে এর ফিল্টারে ধুলো এবং ময়লা জমতে থাকে। যার জেরে বাতাস টেনে নিয়ে তা ঠান্ডা করতে এসি-কে বেশ বেগ পেতে হয়। এর জেরে পাওয়ার কনজাম্পশনও বাড়ে। সেই কারণে বছরে অন্তত একবার এসি-র সার্ভিসিং করা জরুরি। প্রয়োজন অনুযায়ী ফিল্টারটি পরিষ্কার করতে হবে।
advertisement
4/6
ঘরের জানলা-দরজা খোলা রাখা: এসি চালিয়ে ঘরের জানলা এবং দরজা খুলে রাখলে কিংবা বারবার খোলা-বন্ধ করলে এসি-র ঠান্ডা হাওয়াও বেরিয়ে যাবে। সেই সঙ্গে গরম হাওয়া ঘরের অন্দরে প্রবেশ করবে। তাই ঘরকে ঠান্ডা রাখার জন্য এসি-কে বেশি বেশি কাজ করতে হবে। যার জেরে ইলেকট্রিসিটি বিলের বোঝাও বাড়বে। তাই এসি চালালে ঘরের দরজা-জানলা সম্পূর্ণ বন্ধ রাখা আবশ্যক।
advertisement
5/6
সরাসরি সূর্যালোকের সংস্পর্শে: ঘরে যদি সরাসরি সূর্যালোক প্রবেশ করে, তাহলে সেই ঘরের তাপমাত্রা স্বাভাবিক ভাবেই বৃদ্ধি পায়। আর ঘরটিকে ঠান্ডা করার জন্য এসি-কে আরও বেশি বেশি কাজ করতে হয়। এতে বিদ্যুতের খরচ বা পাওয়ার কনজাম্পশনও অনেকাংশে বৃদ্ধি পায়। সূর্যালোক যাতে প্রবেশ করতে না পারে, তার জন্য মোটা পর্দা অথবা ব্লাইন্ডস ব্যবহার করা আবশ্যক।
advertisement
6/6
ভুল এসি বেছে নেওয়া: ঘরের মাপ অনুযায়ী সঠিক ক্ষমতাসম্পন্ন এসি বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। নাহলে বিদ্যুতের অপচয় আরও বৃদ্ধি পাবে। আসলে বড় ঘর ঠান্ডা করার জন্য ছোট এসি-র বেশি সময় এবং বিদ্যুৎ লাগে। আর অন্যদিকে ছোট ঘরকে ঠান্ডা করতে বেশি বেগ পেতে হবে না বড় মাপের এসি-কে। তবে এতে অপ্রয়োজনীয় ভাবে বিদ্যুতের অপচয় কিন্তু বেড়ে যাবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
AC Electric Bill: এসি চালানোর সময় এই ভুল করছেন? হু-হু করে বাড়বে ইলেকট্রিক বিল! কীভাবে বিদ্যুতের খরচ বাঁচাবেন? রইল হদিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল