AC Earthing: বাড়িতে AC লাগানোর আগে এই কাজটা করে নিন! না হলে সামান্য টাকা বাঁচাতে গিয়ে মৃত্যুও হতে পারে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
AC Earthing: যখনই একটি বৈদ্যুতিক যন্ত্রে ত্রুটি হয় তখন বাইরে থেকে কারেন্ট প্রবাহিত হতে থাকে। এমন পরিস্থিতিতে ভুলবশত কেউ ওই যন্ত্রটিকে স্পর্শ করলে প্রবল বৈদ্যুতিক শক পেতে পারে।
advertisement
1/8

অনেক সময় আমরা খালি পায়ে মাটিতে রেখে ল্যাপটপ, ওয়াশিং মেশিন বা ফ্রিজ স্পর্শ করলে কারেন্টের হালকা শক পাই। এর কারণ ঘরের আর্থিং না থাকা।
advertisement
2/8
ঘরে আর্থিং করা থাকলে বৈদ্যুতিক যন্ত্রপাতির ত্রুটি হলেও কারেন্ট মাটির ভিতরে চলে যায়। এমন পরিস্থিতিতে আপনি যখন ডিভাইস স্পর্শ করবেন তখন শক অনুভব করবেন না।
advertisement
3/8
যখনই একটি বৈদ্যুতিক যন্ত্রে ত্রুটি হয় তখন বাইরে থেকে কারেন্ট প্রবাহিত হতে থাকে। এমন পরিস্থিতিতে ভুলবশত কেউ ওই যন্ত্রটিকে স্পর্শ করলে প্রবল বৈদ্যুতিক শক পেতে পারে। প্রাণহানিও হতে পারে এক্ষেত্রে।
advertisement
4/8
ভারী ভোল্টেজ ইকুইপমেন্টের ক্ষেত্রে মেইন তার এসির বডি স্পর্শ করা তারের কানেকশন ঢিলে হয়ে গেলে মেটাল বডি দিয়ে কারেন্ট প্রবাহিত হতে থাকে। তখন যে কেউ শক পেতে পারেন।
advertisement
5/8
বিদ্যুতের বিপদ থেকে বাঁচতে বাড়িতে এসি বা যে কোনও বড় যন্ত্র ইনস্টল করার আগে আর্থিং করিয়ে নেওয়া ভাল।
advertisement
6/8
বাড়ির ওয়ারিং করানোর সময়ই আর্থি করিয়ে নিতে পারেন। এতে অনেক বিপদের হাত থেকে বাঁচা যায়। খরচও খুবই কম হয় আর্থিং করাতে।
advertisement
7/8
আর্থিং অনেক ধরনের হয়। তবে বাড়িতে মূলত চার ধরনের আর্থিং করা হয়। এর মধ্যে রয়েছে বার, প্লেট, পাইপ এবং স্ট্রিপ আর্থিং। আপনি আপনার সুবিধা এবং প্রয়োজন অনুযায়ী এই আর্থিং এর যে কোন একটি করতে পারেন।
advertisement
8/8
আর্থিং এর জন্য আপনাকে সবসময় একজন প্রশিক্ষিত ইলেকট্রিশিয়ানের পরামর্শ নিতে হবে।