AC & Ceiling Fan: এসি চলাকালীন সিলিং পাখাও চালান নিশ্চয়ই? কিন্তু স্পিড কততে রাখতে হবে জানেন? শিগগির পড়ে ফেলুন
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
এসি চালিয়ে ঘরে জোরে ফ্যান চালালে ঘর তাড়াতাড়ি ঠান্ডা হবে না। এছাড়া এসি বন্ধ করার সঙ্গে সঙ্গে আপনার গরম লাগতে শুরু করবে।
advertisement
1/6

গরমের চোটে AC-র সঙ্গে পুরোদমে ফ্যান চালান অনেকে। ভাবেন, তাতে হয়তো ঘর ঠান্ডা থাকবে। কেউ আবার ফ্যান একেবারে বন্ধ রাখেন, ভাবেন তাতে বোধহয় বিল কম আসবে। এসব ভ্রান্ত ধারণা।
advertisement
2/6
নির্দিষ্ট গতিতে ফ্যান চালালে তাতেই ঘর ঠান্ডা হয় বেশি, সঙ্গে বিদ্যুৎও সাশ্রয় হতে পারে। কোন গতিতে পাখা চালাতে হবে জানেন কি?
advertisement
3/6
যদি আপনার ঘরে এসি এবং ফ্যান দু’টোই লাগানো থাকে, তাহলে আপনি সহজেই এই কৌশলটি করে দেখতে পারেন। আপনি যদি এসি চালান তবে তার সঙ্গে ২-এ চালান ফ্যানটিও। এর ফলে এসির শীতলতা দ্রুত রুমে পৌঁছে যাবে।
advertisement
4/6
পাশাপাশি এক বা দুই ঘণ্টা পরেও এসি বন্ধ করলে পুরো রুম ঘণ্টার পর ঘণ্টা ঠান্ডা থাকবে। এখন কিছু মানুষের মনে প্রশ্ন জাগতে পারে যে, শুধুমাত্র ২-তেই ফ্যান চালানো কেন ঠিক? খুব দ্রুত পাখা চালালে কী হবে?
advertisement
5/6
এসি চালিয়ে ঘরে জোরে ফ্যান চালালে ঘর তাড়াতাড়ি ঠান্ডা হবে না। এছাড়া এসি বন্ধ করার সঙ্গে সঙ্গে আপনার গরম লাগতে শুরু করবে। যখন ঘরে ফ্যান জোরে চলে, তখন এটি উপরের দিকে এসির ঠান্ডা বাতাস ঘোরাতে থাকে, যার কারণে ঠান্ডা বাতাস নীচে পৌঁছাতে পারে না।
advertisement
6/6
এছাড়াও, জোরে ফ্যান চালালে বাইরে থেকে গরম বাতাস ঘরে টেনে নিয়ে যায়। এই কারণেই বিশেষজ্ঞরা সবসময় এসির পাশাপাশি ঘরে জোরে ফ্যান চালাতে না করেন।