TRENDING:

Aarogya Setu App-এর নতুন ফিচার, এবার সহজেই ডিলিট করুন আপনার অ্যাকাউন্ট ও ডেটা

Last Updated:
জেনে নিন কীভাবে ডিলিট করবেন অ্যাকাউন্ট আর মুছে ফেলবেন ডেটা
advertisement
1/5
Aarogya Setu App-এর নতুন ফিচার, এবার সহজেই ডিলিট করুন নিজের অ্যাকাউন্ট আর তথ্য
করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতেই ‘‌Aarogya Setu’‌ অ্যাপ এনেছে কেন্দ্র। এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ বুঝতে পারবেন তাঁর করোনা আক্রান্ত হওয়ার কতটা আশঙ্কা রয়েছে। তার জন্য মাপকাঠি হিসাবে ধরা হচ্ছে ব্যবহারকারীর সঙ্গে তাঁর আশেপাশের লোকেদের যোগাযোগের পরিমাণ। ব্লুটুথে কাটিং এজ পদ্ধতি, অ্যালগরিদম ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে। এবার একটি নতুন ফিচার ‘delete your data’ যোগ হয়েছে এই কন্টাক্ট ট্রেসিং অ্যাপ আরোগ্য সেতুতে।
advertisement
2/5
নতুন আপডেটের পর এই ফিচারটি যোগ হচ্ছে অ্যাপে। এই ফিচারটির সাহায্যে অ্যাপ ব্যবহারকারীরা আরোগ্য সেতু অ্যাপ থেকে নিজেদের অ্যাকাউন্ট ডিলিট করতে পাড়বে আর সেই সঙ্গে অ্যাপে থাকা সমস্ত সেটাও মুছে ফেলতে পাড়বে। নতুন এই ফিচারটি শুধুমাত্র android গ্রাহকদের জন্য উপলব্ধ করান হয়েছে। কিন্তু iOS-এ এই ফিচারটি delete_account_title নামে পাওয়া যাবে।
advertisement
3/5
কীভাবে ডিলিট করবেন নিজের ডেটা - প্রথমে আরোগ্য সেতু ওপেন করে সেটিংসে যান। সেখানে গিয়ে ‘Delete my Account' সিলেক্ট করুন। এবার এখানে ব্যবহারকারীকে নিজের মোবাইল নম্বর দিতে হবে। এরপরেই আরোগ্য সেতু অ্যাপ থেকে আপনার সমস্ত ডেটা ডিলিট হয়ে যাবে।
advertisement
4/5
আরোগ্য সেতু অ্যাপের নতুন আপডেটের আন্ড্রয়েড 1.3.1 গ্রাহকরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পাড়বেন। আর iOS ব্যবহারকারীদের ভার্সন 2.0.0-তে আপডেট করতে হবে।
advertisement
5/5
জরুরি তথ্য - উপরে দেওয়া পদ্ধতির সাহায্যে আপনি নিজের ফোন থেকে ডেটা দিলির ক্রতে পাড়বেন, কিন্তু এই সেটা সরকারি সার্ভারে থেকে যাবে। আরোগ্য সেতু অ্যাপ আন্ড্রয়েড ভার্সনে দেওয়া তথ্য অনুযায়ী সরকারি সার্ভার থেকে আপনার তথ্য ডিলিট হতে ৩০ দিন সময় লাগবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Aarogya Setu App-এর নতুন ফিচার, এবার সহজেই ডিলিট করুন আপনার অ্যাকাউন্ট ও ডেটা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল