আপনার ফোনে কি এই অ্যাপগুলি আছে ? ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচতে আজই করুন ডিলিট
Last Updated:
একটি রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে Play Store-এ এমন ৬টি অ্যাপ রয়েছে যা আপনার ফোনর ক্ষতি করতে পারে
advertisement
1/5

Google Play স্টোরে আজকাল ফেক অ্যাপের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। আর গুগল এই অ্যাপগুলিকে চিহ্নিত করে সেই অ্যাপগুলিকে প্লে স্টোর থেকে সরিয়ে ফেলছে। তাও android ব্যবহারকারীদের সাবধান্তা বজায় রাখা দরকার।
advertisement
2/5
গুগলের সার্টিফিকেশন পাওয়ার পরে অ্যাপ প্লে স্টোরে যায়গা পায়, কিন্তু পরে এই অ্যাপে ভাইরাস পাওয়া যায়। একটি রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে এমন ৬টি অ্যাপ রয়েছে যা আপনার ফোনর ক্ষতি করতে পারে।
advertisement
3/5
গুগলের সার্টিফিকেশন পাওয়ার পরে অ্যাপ প্লে স্টোরে যায়গা পায়, কিন্তু পরে এই অ্যাপে ভাইরাস পাওয়া যায়। একটি রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে এমন ৬টি অ্যাপ রয়েছে যা আপনার ফোনর ক্ষতি করতে পারে।
advertisement
4/5
এই ৬টি ক্ষতিকারক VPN অ্যাপের মধ্যে রয়েছে হটস্পট ভিপিএন (Hostspot VPN), ফ্রি ভিপিএন (Free VPN Master), Secure VPN, সিএম সিকিউরিটি অ্যাপ লক অ্যান্টি ভাইরাস (CM Security App lock Antivirus)।
advertisement
5/5
এই প্রত্যেকটি অ্যাপ চিনে ডেভেলপ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী এই প্রত্যেক অ্যাপে অনেক পরিমানে ফ্রড অ্যাড রয়েছে। এই অ্যাপগুলি সব মিলিয়ে ৫০ কোটি বাদ ডাউনলোড করা হয়েছে।