Slow Internet Speed: 4G কানেকশন থাকতেও ইন্টারনেট স্পিড স্লো? এই কায়দা শিখে রাখুন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Slow Internet Speed: 4G কানেকশন রয়েছে ফোনে। তাও ইন্টারনেট স্লো? এই পদ্ধতি কাজে লাগান।
advertisement
1/5

4G কানেকশন থাকা সত্ত্বেও স্লো ইন্টারনেট স্পিড (Slow Internet Speed)-এর সমস্যায় জেরবার! তা হলে এই ট্রিক শিখে রাখুন। হাতেনাতে শ ফল পাবেন।
advertisement
2/5
কিছু ফোনে সিম কার্ড লাগালেই অটোমেটিক সেটিং হয়ে যায়। তবে কিছু ফোনে আবার সেটিং করতে হয় ম্যানুয়ালি। ইন্টারনেট গতি বাড়াতে সেটিংস-এর গুরুত্ব অনেকটাই।
advertisement
3/5
সবার আগে ফোনের সেটিংস-এ গিয়ে Preferred Type of Network-এ 4G অথবা LTE বেছে নিতে হবে।
advertisement
4/5
ইন্টারনেটের গতি বাড়াতে Access Point Network বা APN-এর সেটিং ঠিকঠাক হতে হবে। APN Type-এ default রাখুন। APN protocol -এ ক্লিক করে IPv4/IPv6 অপশন বেছে নিন। APN roaming protocol-এ IPv4/IPv6 অপশন রেখে ওকে করে সেটিং সেভ করে নিন।
advertisement
5/5
নিয়মিত Cache ক্লিয়ার করতে ভুলবেন না। আনওয়ান্টেড ফাইল অতিরিক্ত জমা হলে ফোন স্রো হবে। অনেক সময় ফোনে কোনও ভিডিও প্লে বা ডাউনলোড করে কাউকে ফোন করলেও ইন্টারনেট স্পিড বেড়ে যায়।