40-80 Charging Rule: ৪০% কম আর ৮০% এর বেশি ফোনে চার্জ দেবেন না! কেন জানেন?
- Published by:Piya Banerjee
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
40-80 Charging Rule: কেউ কি কখনও ৪০-৮০ নিয়ম মেনে ফোন চার্জ করেন? উত্তর যদি না হয় তাহলে এবারে জেনে নেওয়া যাক ফোনের ৪০-৮০ চার্জিং নিয়ম কী এবং এটি ফোনের ব্যাটারির জন্য কীভাবে উপকারী!
advertisement
1/7

আমাদের স্মার্টফোন ব্যবহারের বেশ কিছু নিয়ম রয়েছে যা আমরা অনেকক্ষেত্রেই পালন করি না। বিভিন্ন মানুষ চার্জিং সংক্রান্ত বিভিন্ন ধরনের কথা বলেন, এর মধ্যে ফোনের ক্ষেত্রে কোনটি সঠিক তা অনেকেই জানেন না। photo source collected
advertisement
2/7
কেউ কি কখনও ৪০-৮০ নিয়ম মেনে ফোন চার্জ করেন? উত্তর যদি না হয় তাহলে এবারে জেনে নেওয়া যাক ফোনের ৪০-৮০ চার্জিং নিয়ম কী এবং এটি ফোনের ব্যাটারির জন্য কীভাবে উপকারী।photo source collected
advertisement
3/7
Quora প্ল্যাটফর্মের মাধ্যমে অনেকে জানিয়েছেন যে, ৪০-৮০% চার্জিয়ের মাধ্যমে আমাদের ফোনের ব্যাটারির ক্ষতি কমিয়ে ব্যাটারির আয়ু বাড়ানো যেতে পারে। সহজ ভাষায়, এই নিয়মে ৪০% এর নিচে এবং ৮০% এর উপরে ব্যাটারি চার্জ না করার পরামর্শ দেওয়া হয়।photo source collected
advertisement
4/7
এমনটা বলা হয় যে ৮০% এর বেশি চার্জ করলে ব্যাটারি লাইফ সাইকেল দ্রুত নষ্ট হয়ে যায়। স্বাভাবিক ভাবে একটি আধুনিক ফোন ব্যাটারির (লিথিয়াম-আয়ন) আয়ু ২ থেকে ৩ বছর।photo source collected
advertisement
5/7
ওই প্ল্যাটফর্মে আরও কিছু মানুষ জানিয়েছেন যে, অপ্টিমাইজ করা ব্যাটারি লাইফের জন্য কখনই ফোনের চার্জ ৪০%-এর নিচে বা ৮০%-এর বেশি হওয়া উচিত নয়। যখন আমাদের স্মার্টফোনের ব্যাটারি ১০০% চার্জে চলে আসে তখন তা ফোনের ব্যাটারির জন্য ভাল হয় না। তবে অনেকেই ওই প্ল্যাটফর্মে এমনটাও বলেছেন যে এটা নিছকই একটা মিথ।photo source collected
advertisement
6/7
অ্যাপল ডিভাইসের বিভিন্ন ফিচারে এবং অ্যাপলের ডিসকাশন প্ল্যাটফর্মে অনেকেই এই বিষয়ে প্রশ্ন করেছিলেন। সেখানেও কিন্তু একই উত্তর দেওয়া হয়েছে যে ফোনের চার্জ ৮০% পর্যন্ত রাখলে এর ব্যাটারির স্বাস্থ্য ভাল থাকে।photo source collected
advertisement
7/7
এছাড়াও, বলা হয় যে ব্যাটারি খুব বেশি চার্জ করার ফলে এর আয়ু দ্রুত কমে যায়। তবে অ্যাপল তার ডিভাইসে এমন একটি ফিচার দিয়েছে যা এর ব্যাটারিতে তেমন প্রভাব ফেলে না।photo source collected