KTM RC 390 2022: স্পোর্টস বাইক-এর শখ! রাস্তা দিয়ে চালিয়ে গেলে লোকজন দেখবে এই মোটরসাইকেল
- Published by:Suman Majumder
Last Updated:
KTM 2022 RC390: রাস্তা দিয়ে আপনি যখন এই স্পোর্টবাইক চালিয়ে যাবেন, অনেকে দেখবে ঘাড় ঘুরিয়ে।
advertisement
1/6

KTM India তাদের নতুন মডেল 2022 RC390 ভারতের বাজারে লঞ্চ করেছে। গত বছর এই মডেল গ্লোবালি লঞ্চ হয়েছিল।
advertisement
2/6
KTM RC 390 2022 মডেলের ভারতের বাজারে দাম ৩, ১৩, ৯২২ (এক্স শোরুম)।
advertisement
3/6
ফাইভ-স্পোক ব্ল্যাক অ্যালয় হুইল, ১৩.৭-লিটার ফুয়েল ট্যাঙ্ক এবং ব্লুটুথ কানেক্টিভিটি, টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ও উন্নত ও নতুন বৈশিষ্ট্য সহ অনেক আপডেট দেওয়া হয়েছে। এই বাইক দুটি কালার অপশন- কেটিএম অরেঞ্জ এবং কেটিএম ফ্যাক্টরি রেসিং ব্লু ভার্সন-এ লঞ্চ করা হয়েছে।
advertisement
4/6
নতুন RC390-তে রয়েছে সুইচেবল ABS, লিন-সেনসিটিভ কর্নারিং ABS এবং কর্নারিং ট্র্যাকশন কন্ট্রোল। এছাড়াও, বাইকটিতে KTM এর QuickShifter Plus স্ট্যান্ডার্ড এবং একটি নতুন TFT স্ক্রিন রয়েছে। এছাড়াও আপনি সামনের ফেয়ারিং এ মাউন্ট করা LED টার্ন ইন্ডিকেটর সহ একটি নতুন ডিজাইন-এর ফুল-এলইডি হেডল্যাম্প পাবেন।
advertisement
5/6
373 cc সিঙ্গেল-সিলিন্ডার ফুয়েল-ইনজেক্টেড BS-VI কমপ্লায়েন্ট লিকুইড-কুলড ইঞ্জিন পাওয়া যাবে এই মডেলে। এটি আপডেটেড ম্যাপিং এবং ৪০ শতাংশ বড় এয়ারবক্স পাওয়াবে। সাত হাজার rpm এ ৩৭Nm টর্ক থাকছে।সিক্স-স্পীড গিয়ারবক্স থাকবে।
advertisement
6/6
কেটিএম-এর একাধিক মডেল ভারতে বেশ জনপ্রিয়। নতুন এই মডেলটিও বাইকপ্রেমীদের দারুন পছন্দ হবে বলে আশা করছেন সংস্থা।