এই অ্যাপ ফোনে থাকলে সর্বনাশ! চুরি হতে পারে নাম, ই মেল আইডি, ফোন নম্বর, আইপি অ্যাড্রেস
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Big Basket-এর ২ কোটি গ্রাহকের নথি ফাঁসের আশঙ্কা
advertisement
1/6

বিগ বাস্কেট (Big Basket) ব্যবহারকারীদের জন্য বড় খবর। হ্যাকার হানার জেরে ই-কমার্স প্ল্যাটফর্ম বিগ বাস্কেট-এর প্রায় দুই কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁসের আশঙ্কা। এই দাবি জানিয়েছে সাইবার ইন্টেলিজেন্স কোম্পানি সাইবল। বিষয়টি নিয়ে বেঙ্গালুরুর সাইবার ক্রাইম সেলের কাছে একটি অভিযোগও দায়ের করেছে বিগ বাস্কেট এবং সাইবার বিশেষজ্ঞরা যে দাবি করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
2/6
সাইবল এও দাবি করেছে যে, বিগ বাস্কেটের হেফাজতে থাকা গোপন তথ্য ৩০ লক্ষ টাকায় বিক্রির চেষ্টা করছে এক হ্যাকার। সাইবল একটি ব্লগ পোস্টে বলেছে যে, 'ডার্ক ওয়েবে নিয়মিত নজরদারি করার সময় সাইবলের একটি গবেষকদের দল দেখতে পায় যে সাইবার অপরাধ বাজারে বিগ বাস্কেট-এর ডেটাবেস ৪০,০০০ ডলারে বিক্রি করা হয়েছে। এসকিউএল ফাইলটির সাইজ প্রায় ১৫ জিবি, যার মধ্যে প্রায় ২ কোটি ব্যবহারকারীদের তথ্য রয়েছে'।
advertisement
3/6
রিপোর্টে এও বলা হয়েছে যে, এতে ব্যবহারকারীদের নাম, ই-মেল আইডি, পাসওয়ার্ড হ্যাশ, মোবাইল ও ফোন নম্বর, ঠিকানা, জন্ম তারিখ, স্থান আর আইপি অ্যাডরেস রয়েছে। সাইবল পাসওয়ার্ডের উল্লেখ করেছে, যদিও কোম্পানি ওয়ান-টাইম পাসওয়ার্ড ব্যবহার করে, জ প্রত্যেকবার আলাদা লগইন তৈরি করে।
advertisement
4/6
বিগ বাস্কেটের তরফে অবশ্য বলা হয়েছে যে, কিছু দিন আগে তাঁরা এই সম্ভাব্য ডেটা ব্রিচ সম্পর্কে জানতে পারে। তাঁরা বলেছে যে, 'আমরা এটি মূল্যায়ন করতে এবং দাবিটির সত্যতা যাচাই করার চেষ্টা করছি। এই বিষয়েটি নিয়ে আমরা বেঙ্গালুরুর সাইবার ক্রাইম সেলের কাছেও অভিযোগ দায়ের করেছি'।
advertisement
5/6
এছাড়া তাঁরা আওপ বলেছে যে, 'গ্রাহকদের গোপনীয়তা রক্ষা করাই সংস্থার কাছে সর্বাধিক অগ্রাধিকার পেয়ে থাকে। তা ছাড়া তাঁদের ডেবিট-ক্রেডিট কার্ড-সহ আর্থিক নথির খুঁটিনাটিও রাখা হয় না। এই কারণে গ্রাহকদের আর্থিক প্রতারণার মুখে পড়তে হবে না বলে দাবি সংস্থার'।
advertisement
6/6
সাইবল দাবি করেছে ৩০ অক্টোবর বিগ বাস্কটের তথ্য ভাণ্ডারে হানা দেয় সাইবার হ্যাকাররা। আর তাঁরা ১ নভেম্বর এই বিসয়টি সম্পর্কে বিগ বাস্কেট কর্তৃপক্ষকে জানায়।