Apple-এর 'শট অন iPhone' ম্যাক্রো ফটোগ্রাফি চ্যালেঞ্জ-এ সেরা ১০টি ছবি, আছে এক বাঙালির তোলা ছবিও, দেখে নিন এক ঝলকে
- Published by:Piya Banerjee
Last Updated:
Apple: চলতি বছর জানুয়ারি মাসে iPhone 13 Pro এবং iPhone 13 Pro Max ব্যবহারকারীদের জন্য একটি নতুন ‘শট অন iPhone ম্যাক্রো চ্যালেঞ্জ’-এর ডাক দিয়েছিল Apple
advertisement
1/11

গত বছর সেপ্টেম্বরে লঞ্চ করেছিল Apple-এর iPhone 13 Pro Max, আর এ বছরের গোড়ায় আলোকচিত্র প্রতিযোগিতার ঘোষণা করেছিল সংস্থা। Apple জানিয়েছিল iPhone 13 Pro এবং iPhone 13 Pro Max-এর ব্যবহারকারীদের আয়োজন করা হচ্ছে এক ম্যাক্রো ফোটোগ্রাফি প্রতিযোগিতার। ফ্ল্যাগশিপ iPhone দিয়ে তোলা ছবিই স্থান পাবে এই প্রতিযোগিতায়। সম্প্রতি Apple সেই ‘শট অন iPhone ম্যাক্রো চ্যালেঞ্জ’-এর সেরা ছবিগুলি প্রকাশ করেছে। এতে রয়েছে প্রতিযোগিতায় বিজয়ী ১০টি নানা স্বাদের ছবি। চলতি বছর জানুয়ারি মাসে iPhone 13 Pro এবং iPhone 13 Pro Max ব্যবহারকারীদের জন্য একটি নতুন ‘শট অন iPhone ম্যাক্রো চ্যালেঞ্জ’-এর ডাক দিয়েছিল Apple, যাতে বলা হয়েছিল লেটেস্ট iPhone Pro মডেলের ম্যাক্রো ক্যামেরা দিয়ে ছবি তুলে পাঠাতে হবে প্রতিযোগীদের। ম্যাক্রো ফটোগ্রাফি চ্যালেঞ্জে-এর বিজয়ী হিসেবে Apple সেরা ছবিগুলি প্রকাশ করেছে। সেরা ১০জন প্রতিযোগীর তোলা ছবিতে ফুটে উঠেছে সারা বিশ্বের নানা বৈচিত্র৷ এই সেরা দশের তালিকায় রয়েছে ভারতও। শুধু তাই নয়, সেরা চিত্রগ্রাহকদের মধ্যে রয়েছেন এক বাঙালিও।
advertisement
2/11
১. ছবির নাম- সি গ্লাস বা সামুদ্রিক কাচ। আর্জেন্টিনার বুয়েনস আইরেস থেকে গুইডো ক্যাসানেলি iPhone 13 Pro Max-এ তোলা এই ছবিটি পাঠিয়েছেন প্রতিযোগিতায়।
advertisement
3/11
২. ছবির নাম- দ্য কেভ বা গহ্বর। আসলে একটি ফুলের ছবি। iPhone 13 Pro-তে তোলা এই ছবিটি ইতালির টরন্টো থেকে পাঠিয়েছেন মার্কো কোলেট্টা।
advertisement
4/11
ছবির নাম- আর্ট ইন নেচার। এ ছবি ভারতের। মহারাষ্ট্রের প্রজ্বল চৌগুলে iPhone 13 Pro-তে ধরেছেন মাকড়সার জালের উপর বৃষ্টি ফোঁটার এই ছবি।
advertisement
5/11
ছবির নাম- আ ড্রপ অব ফ্রিডম। ফুলের উপর শিশির বিন্দুর ছবি, iPhone 13 Pro Max-এ তোলা। হাঙ্গেরির বুদাপেস্ট থেকে পাঠিয়েছেন ড্যানিয়েল ওলা।
advertisement
6/11
৫. ছবির নাম- লিফ ইল্যুমিনেশন। আমেরিকার বস্টন থেকে এ ছবি পাঠিয়েছেন ট্রেভর কলিন। ছবিটি iPhone 13 Pro Max-এ তোলা।
advertisement
7/11
৬. ছবির নাম- স্ট্রবেরি ইন সোডা। আশলে লি আমেরিকার সানফ্রিন্সিসকোতে এ ছবি তুলেছেন iPhone 13 Pro দিয়ে।
advertisement
8/11
৭. ছবির নাম- ভলক্যানিক লাভা, আসলে ফুলের অন্তর। অভীক মণ্ডল এ ছবি তুলে পাঠিয়েছেন নিউ জার্সি, আমেরিকা থেকে। অভীক ছবি তুলেছেন iPhone 13 Pro দিয়ে।
advertisement
9/11
ছবির নাম- হানি কোম্ব। টম রিভস পাঠিয়েছেন iPhone 13 Pro ক্যামেরায় তোলা এ ছবি আমেরিকার নিউইয়র্ক সিটি থেকে।
advertisement
10/11
ছবির নাম- হিডেন জেম। জিরাসাক পানপিয়ানসিন পাঠিয়েছেন iPhone 13 Pro Max-এ শুট করা এ ছবি তাইল্যান্ড থেকে।
advertisement
11/11
১০. ছবির নাম- দ্য ফাইনাল ব্লুম। চিনের চংকিং থেকে iPhone 13 Pro Max ক্যামেরায় তোলা এ ছবি পাঠিয়েছেন হজিসান।