Yesha Sagar: ক্রিকেট প্রেজেন্টার হিসেবে কুড়িয়েছেন প্রশংসা, তাঁর সৌন্দর্যে পাগল আট থেকে আশি; রইল ভারতীয় বংশোদ্ভূত এই কানাডিয়ান মডেল-অভিনেত্রীর সম্পূর্ণ পরিচয়
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Meet Yesha Sagar, Indian-Canadian model: বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল-এ ইন্দো-কানাডিয়ান মডেল Yesha Sagar-কে এ বছর হোস্ট হিসেবে নিয়েছে ‘চিটাগং কিংস’।
advertisement
1/11

মডেলিং থেকে অভিনয় আর গ্ল্যামার জগৎ থেকে স্পোর্টস ব্রডকাস্টিংয়ের দুনিয়া অনায়াস বিচরণ তাঁর। আবার ২০২৩ গ্লোবাল টি২০ কানাডা টুর্নামেন্টে ব্যাপক ভাবে সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি। ঠিকই ধরেছেন। কথা হচ্ছে, বহুমুখী প্রতিভার অধিকারিণী ইয়েশা সাগরের। কিন্তু কে এই রহস্যময়ী। জেনে নেওয়া যাক তাঁর পরিচয়। (Photo-Instagram)
advertisement
2/11
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল-এও ইন্দো-কানাডিয়ান মডেল Yesha Sagar-কে এ বছর হোস্ট হিসেবে নিয়েছে ‘চিটাগং কিংস’। খেলার মাঠের উন্মাদনা বাড়ানোর কাজটি ভালমতোই করছেন ৷ (Photo-Instagram)
advertisement
3/11
১৪ ডিসেম্বর জন্ম ইয়েশা সাগরের। বহুমুখী প্রতিভার অধিকারিণী এই কন্যা এখন কানাডার বাসিন্দা। একাধিক ক্ষেত্রে তাঁর অবাধ বিচরণ। খ্যাতনামা মডেল তিনি। শুধু তা-ই নয়, তিনি জনপ্রিয় অভিনেত্রীও বটে! এমনকী ফিটনেসের প্রতি তাঁর আগ্রহ প্রবল। বর্তমানে অবশ্য আরও একটি ভূমিকায় নিজেকে প্রমাণ করছেন তিনি। আসলে এখন ক্রিকেট প্রেজেন্টার হিসেবে কাজ করছেন ইয়েশা। (Photo-Instagram)
advertisement
4/11
আদতে ভারতের পঞ্জাবের মেয়ে ইয়েশা সাগর। সেখানেই স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। তবে উচ্চশিক্ষার জন্য ২০১৫ সালের ডিসেম্বরে তিনি পাড়ি দিয়েছিলেন কানাডায়। ইয়েশা সাগরের আকর্ষণীয় সৌন্দর্য এবং উপস্থিতি সকলকে মুগ্ধ করে দিয়েছে। (Photo-Instagram)
advertisement
5/11
আসলে ম্যাচের আগে এবং পরের সেগমেন্টে তিনি খেলোয়াড়দের সাক্ষাৎকার নিয়ে থাকেন। তবে গ্লোবাল টি২০ কানাডা টুর্নামেন্ট থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চার শিরোনামে উঠে এসেছিলেন ইয়েশা। (Photo-Instagram)
advertisement
6/11
মডেলিং দুনিয়া থেকে সটান স্পোর্টস প্রেজেন্টিংয়ের জগতে সুন্দরী এই কন্যার সফর ভক্তদের মুগ্ধ করেছে। আসলে স্পোর্টস প্রেজেন্টার হওয়ার আগে ইয়েশা কানাডায় মডেলিং এবং অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর আচমকাই স্পোর্টস ব্রডকাস্টিংয়ের দুনিয়ায় পা রেখেছিলেন তিনি। যা বারবার তাঁর বহুমুখী প্রতিভার প্রমাণ করে দিয়েছে। (Photo-Instagram)
advertisement
7/11
এখানেই শেষ নয়, এই কন্যে আবার ফিটনেস ফ্রিকও বটে! কারণ ফিটনেস ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ মুখ তিনি। প্রচুর মানুষকে প্রতিনিয়ত অনুপ্রেরণা জুগিয়ে চলেছেন। এর পাশাপাশি ম্যাগনাম নিউট্রাসিউটিক্যালস এবং প্রিসিশন নিউট্রিশনের মতো বিখ্যাত ব্র্যান্ডের সঙ্গে সফল ভাবে পার্টনারশিপে কাজও করেছেন তিনি। (Photo-Instagram)
advertisement
8/11
স্ট্র্যাটেজিক ব্র্যান্ড প্রোমোশন এবং নিজের সোশ্যাল মিডিয়া কন্টেন্টের মাধ্যমে ইয়েশা নিজের ভক্তদের সঙ্গে সংযোগও গড়ে তুলেছিলেন। (Photo-Instagram)
advertisement
9/11
শুধু কি তা-ই! ইয়েশার ফ্যাশন সেন্সও দুর্ধর্ষ। তাঁর বাছাই করা আউটফিটও একেবারে দেখার মতো। কখনও পরিশীলত ক্লাসি ম্যাক্সি ড্রেস, তো কখনও বা চোখধাঁধানো বিকিনিতে ধরা দেন তিনি। বলাই বাহুল্য যে, ইয়েশার স্টাইল বারবার ভক্তদের মুগ্ধ করে। একাধিক মিউজিক ভিডিও-তে কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। (Photo-Instagram)
advertisement
10/11
এমনকী, পরমিশ ভার্মা, গুড় সিধু, আর্শ বেণীপাল, গিপ্পি গ্রেওয়াল, কুলবীর জিঞ্ঝর এবং প্রেম ধিলোঁর মতো বিখ্যাত শিল্পীদের সঙ্গেও কাজ করেছেন। বিশেষ করে পঞ্জাবি মিউজিক ভিডিও-য় ইয়েশার উপস্থিতি তাঁকে আরও খ্যাতি এনে দিয়েছে। (Photo-Instagram)
advertisement
11/11
ইয়েশা সাগরের উল্লেখযোগ্য পারফরম্যান্সের মধ্যে অন্যতম হল পরমিশ ভার্মার ‘চিররি উড় কা উড়’ মিউজিক ভিডিও। ইউটিউবে ইতিমধ্যেই ওই ভিডিও-র ভিউ ৫০ মিলিয়ন পার করে গিয়েছে। (Photo-Instagram)