advertisement
1/5

আইপিএলটা যেন তাঁরই। নয়তো তিন বারের চ্যাম্পিয়ন। আর চার বার রানার্স আপ। প্রত্যেক বার প্লে-অফে পৌঁছনো। মহেন্দ্র সিং ধোনি ও চেন্নাই সুপার কিংস। আবার দু’বছর পর মিলিয়ন ডলার লিগে কামব্যাক। সঙ্গে রাজস্থান রয়্যালস। যেন এলেন, দেখলেন, জয় করলেন। আবার আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। তিন বার জিতে রোহিতের মুম্বইকে ধাওয়া ধোনির চেন্নাইয়ের।
advertisement
2/5
বিতর্কের জন্য হোম ম্যাচ চেন্নাই থেকে সরে গিয়েছিল। কিন্তু চেন্নাই ও মাহিকে নিয়ে ক্রেজ কম কিছু হয়নি।
advertisement
3/5
এবার আসা যাক চলতি বছরে ধোনির আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে। টেস্ট ছেড়েছেন অনেক দিন। এখন শুধুই টি-টোয়েন্টি ও ওয়ান ডে। পারফরম্যান্স একেবারেই সাদামাটা। প্রাক্তনদের একাংশ ধোনি হঠাওয়ের ডাক দিয়েছিলেন।
advertisement
4/5
এরমধ্যেই আবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজের শেষ ম্যাচ পর মাহির অবসর নিয়ে জল্পনা। যদিও সেটা জল্পনাতেই আবদ্ধ ছিল। আবার ডাউনআন্ডারে টি২০ টিম থেকে ধোনির বাদ পড়ায় অনেকেই চমকে ছিলেন। তাহলে বিশ্বকাপের আগেই ধোনি যুগের ইতি ?
advertisement
5/5
জল্পনা শুরু হতেই সাফাই দিতে নামতে হল অধিনায়ক, নির্বাচকদের। নির্বাচন কমিটির প্রধান এমএসকে প্রসাদের দাবি, ধোনির সঙ্গে তাঁর কথা হয়েছে। ঋষভ পন্থকে বেশি করে সুযোগ দিতেই মাহির এই সিদ্ধান্ত। ২০১৮-তে আইপিএল অধিনায়ক মাহির রাজকীয় প্রত্যাবর্তন। তবে মহেন্দ্র সিং ধোনির পারফরম্যান্স ক্রমেই নিম্নমুখী।