WTC Final 2023, IND vs AUS: কেন সূর্যকুমার যাদবের নাম স্কাই, কে দিয়েছিল এই নাম, জানলে অবাক হবেন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
WTC Final 2023, IND vs AUS: বর্তমানে সাদা বলের ক্রিকেটে বিশেষ করে টি-২০ ক্রিকেটে বিশ্বের সবথেকে বিদ্ধংসী ব্যাটারের নাম সূর্যকুমার যাদব। মাঠের সবদিকে শট খেলতে পারার দক্ষতার কারণে তাককে ৩৬০ ডিগ্রি ক্রিকেটারও বলা হয়। কিন্তু কেন সূর্যকুমারকে স্কাই বলা হয় সেই কারণ অজানা অনেকের।
advertisement
1/6

বর্তমানে সাদা বলের ক্রিকেটে বিশেষ করে টি-২০ ক্রিকেটে বিশ্বের সবথেকে বিদ্ধংসী ব্যাটারের নাম সূর্যকুমার যাদব। মাঠের সবদিকে শট খেলতে পারার দক্ষতার কারণে তাককে ৩৬০ ডিগ্রি ক্রিকেটারও বলা হয়।
advertisement
2/6
মিস্টার ৩৬০ ডিগ্রি জুনিয়র ছাড়াও সূর্যকুমার যাদবের আরেকটি নাম রয়েছে যা খুব জনপ্রিয়। সেই নাম হল স্কাই। তবে কে দিয়েছে এই স্কাই নাম, কবে দেওয়া হয়েছে, সেই সকল তথ্য কিন্তু অনেকের কাছেই অজানা।
advertisement
3/6
বর্তমানে ইংল্যান্ডে ভারতীয় দলের সঙ্গে রয়েছেন সূর্যকুমার যাদব। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলের রিজার্ভ ক্রিকেটার হিসেবে গিয়েছেন এই তারকা ব্যাটার। সেখানে গিয়েই নিজের স্কাই নামের রহস্য ভেদ করলেন সূর্যকুমার।
advertisement
4/6
লন্ডনে অনুশীলনের মাঝে বোর্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে সূর্যকুমার যাদব জানান কে তাকে এই স্কাই নাম দিয়েছেন, কেন দিয়েছেন। সূ্র্য জানান, এই নামটা আমাকে দেওয়া হয়েছে ২০১৪-১৫ সালে আইপিএলের সময়।
advertisement
5/6
তিনি বলেন,"তখন আমি কেকেআরের হয়ে খেলতাম। সেই সময় গৌতম গম্ভীর ওই নামে আমাকে ডাকতে শুরু করে। আসলে সূর্যকুমার যাদব নামটা সবার কাছে খুব বড় ছিল। তখন থেকে সবাই আমাকে ‘স্কাই’ বলে ডাকা শুরু করে।"
advertisement
6/6
এছাড়াও ওই সাক্ষাৎকারে সূর্যকুমার যাদব জানান ভারতীয় দলের তাঁর প্রিয় বন্ধু কে। তিনি বলেন,"অনেকেই রয়েছে। সবাই আমার ভাল বন্ধু। কিন্তু আমার সময় কাটাতে ভাল লাগে ঈশান কিশন, মহম্মদ সিরাজ, অক্ষর পটেল, রবিচন্দ্রন অশ্বিনদের সঙ্গে।"