Virat Kohli: টেস্ট ক্রিকেটে নতুন প্রজন্মের সেরা প্লেয়ার কে, জানিয়ে দিলেন বিরাট কোহলি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মাঝেই নিজেদের প্রজন্মের সেরাট টেস্ট ব্যাটারকে বেছে নিলেন বিরাট কোহলি। চেতেশ্বর পূজারা বা জো রুটের নাম না নিয়ে স্টিভ স্মিথকেই সেরার সেরা মানলেন কোহলি।
advertisement
1/5

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মাঝেই নিজেদের প্রজন্মের সেরা টেস্ট ব্যাটারকে বেছে নিলেন বিরাট কোহলি। চেতেশ্বর পূজারা বা জো রুটের নাম না নিয়ে স্টিভ স্মিথকেই সেরার সেরা মানলেন কোহলি।
advertisement
2/5
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে বিরাট কোহলিকে প্রশ্ন করা হয়েছিল আপনার মতে টেস্ট ক্রিকেটে সেরা ব্যাটসম্যান কে?' জবাবে কোহলি বলেন,"আমার মনে হয় স্টিভ স্মিথ এই প্রজন্মের সেরা টেস্ট ব্যাটার। বিভিন্ন পরিবেশ-পরিস্থিতির সঙ্গে ওর মানিয়ে নেওয়ার ক্ষমতা অবিশ্বাস্য।"
advertisement
3/5
এছাড়াও বিরাট কোহলি বলেন,"ওর ধারাবাহিকভাবে খেলা ইনিংস ম্যাচে যেরকম প্রভাব ফেলে, আমি গত ১০ বছরে টেস্ট ক্রিকেটে এরকম প্রভাব ফেলতে কাউকে দেখিনি। বাকি যার সঙ্গেই তুলনা করুন না কেন, ৮৫ বা ৯০ টেস্টে ৬০-এর ওপর গড় ওর। সত্যিই অবিশ্বাস্য।"
advertisement
4/5
আধুনিক ক্রিকেটে বিরাট কোহলি, জো রুট, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ ও বাবর আজমকে সেরা ব্যাটার হিসেবে ধরা হয়। এের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাও যথেষ্ট। তারপরও বিরাট কোহলি যেভাবে স্মিথের প্রশংসা করেছেন তা সত্যিই কুর্নিশ যোগ্য।
advertisement
5/5
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯২টি ম্যাচে ৫০.৯৭ গড়ে ৪৯৪৫ রান করেছেন কোহলি। বিরাটের প্রশংসাও শোনা গিয়েছে স্মিথের কন্ঠে। বলেছেন, 'দীর্ঘ সময় ধরে অসাধারণ ক্রিকেট খেলে চলেছে বিরাট। সব ধরনের ফর্ম্যাটে অবিশ্বাস্য ক্রিকেটার।'