TRENDING:

WTC Final 2023: IND vs AUS: রাহানে-শার্দুল ফিরতেই ওভালে ভারতের 'সূর্যাস্ত'! ১৭৩ রানের বড় লিড পেল অস্ট্রেলিয়া

Last Updated:
WTC Final 2023: IND vs AUS: ওভালে তৃতীয় দিনের প্রথম সেশনটা ভারতীয় দল ভাল ব্যাটিং করেন। সৌজন্যে অজিঙ্কে রাহানে ও শার্দুল ঠাকুরের লড়াকু ব্যাটিং। কিন্তু দ্বিতীয় সেশনে রাহানে-শার্দুল ফিরতে ধরাশায়ী ভারতীয় দল। ২৯৬ রানে অল আউট রোহিত শর্মার দল।
advertisement
1/6
রাহানে-শার্দুল ফিরতেই ভারতের 'সূর্যাস্ত'! ১৭৩ রানের বড় লিড পেল অস্ট্রেলিয়া
ওভালে তৃতীয় দিনের প্রথম সেশনটা ভারতীয় দল ভাল ব্যাটিং করেন। সৌজন্যে অজিঙ্কে রাহানে ও শার্দুল ঠাকুরের লড়াকু ব্যাটিং। কিন্তু দ্বিতীয় সেশনে রাহানে-শার্দুল ফিরতে ধরাশায়ী ভারতীয় দল। ২৯৬ রানে অল আউট রোহিত শর্মার দল।
advertisement
2/6
১৫১ রানে ৫ উইকেট থেকে শুরু হয় তৃতীয় দিনের খেলা। দিনের শুরুটা ভাল হয়নি ভারতের। প্রথম ওভারেই েকএস ভরতের উইকেট হারায় ভারত। এরপর দলের চরম বিপদের মুহূর্তে আরও একবার সাথ দেয় লর্ড শার্দুলের ব্যাট।
advertisement
3/6
অজিঙ্কে রাহানের সঙ্গে ঠান্ডা মাথায় দলকে এগিয়ে নিয়ে যান দুজন। ভারতীয়ল দলে নিজের কামব্যাক ইনিংসে অনবদ্য ব্যাটিং করেন অজিঙ্কে রাহানে। নিজের অর্ধশতরানও পূরণ করেন তিনি। মধ্যাহ্ন বিরতিতে ভারতে স্কোর ছিল ২৬০ রানে ৯ উইকেট।
advertisement
4/6
মধ্যাহ্ন বিরতির পর ফের ঠান্ডা মাথা শুরু করেন রাহানে ও শার্দুল। কিন্তু প্যাট কামিন্সের অফ স্টাম্পের বাইরের বলে গালি ও পয়েন্টর মাঝ দিয়ে খেলতে গিয়ে ক্যামেরন গ্রিনের হাতে দিয়ে বসেন অজিঙ্কে রাহানে। রাহানের বিদ্যুৎ গতির শট শরীর ছুড়ে দিয়ে অবিশ্বাস্য বাজপাখির মত ক্যাচ ধরেন ক্যামেরন গ্রিন। ৮৯ রানে আউট হন গ্রিন।
advertisement
5/6
এরপর শার্দুল একার হাতে কিছুটা টেনে নিয়ে যান দলকে। নিজের অর্ধশতরানও পূরণ করেন শার্দুল ঠাকুর। কিন্তু অপরদিক থেকে ভারতীয় টেলেন্ডাররা ওভালের উইকেটে অজি পেস অ্যাটাকের সামনে দাঁড়াতে পারেননি।
advertisement
6/6
শেষ পর্যন্ত ব্যক্তিগত ৫১ রানে আউট হন শার্দুল ঠাকুর। তারপর আর বেশদূর এগোয়নি ভারতীয় ইনিংস। ২৯৬ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দব। প্রথম ইনিংসে ১৭৩ রানের বিশাল বড় লিড পায় ব্যাগিন গ্রিনরা। দ্বিতীয় ইনিংসে ভারতকে কিছু করতে হলে দ্রুত অলআউট করতে হবে অস্ট্রেলিয়াকে।
বাংলা খবর/ছবি/খেলা/
WTC Final 2023: IND vs AUS: রাহানে-শার্দুল ফিরতেই ওভালে ভারতের 'সূর্যাস্ত'! ১৭৩ রানের বড় লিড পেল অস্ট্রেলিয়া
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল