WPL 2023: বাবর-শাহিনদের দ্বিগুন টাকা পাচ্ছেন স্মৃতি মন্ধনা, ট্রোল হচ্ছেন পাকিস্তান অধিনায়ক
- Published by:Sudip Paul
Last Updated:
WPL 2023:সোমবার মুম্বইতে আয়োজিত হয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম মেগা নিলাম। যেখানে সব থেকে বেশি দাম পেয়েছেন ভারতীয় তারকা ওপেনার স্মৃতি মন্ধনা। তাকে ৩ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছে আরসিবি। যা পিএসএলের সর্বোচ্চ দামি ক্রিকেটারদের দ্বিগুণ।
advertisement
1/6

সোমবার মুম্বইতে আয়োজিত হয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম মেগা নিলাম। যেখানে সব থেকে বেশি দাম পেয়েছেন ভারতীয় তারকা ওপেনার স্মৃতি মন্ধনা। তাকে ৩ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছে আরসিবি।
advertisement
2/6
স্মৃতিকে দলে পেতে একাধিক ফ্র্যাঞ্চাইজি নিলামে দীর্ঘক্ষণ লড়াই চালিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত অলআউট ঝাপিয়ে বাঁ হাতি তারকা ব্যাটারকে পায় আরসিবি। সবথেকে বেশি দাম পেয়ে নয়া ইতিহাস তৈরি করেন স্মৃতি মন্ধনা।
advertisement
3/6
স্মৃতি মন্ধনা প্রথম মহিলা আইপিএলে ৩ কোটি ৪০ লক্ষ টাকা পেতেই নেটিজেনরা পাকিস্তান সুপার লিগের সঙ্গে তুলনা টেনে মিম তৈরি করেন। শুরু হয় সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং। কারণ স্মৃতির থেকে পিএসএলে কমন টাকা পান বাবার আজম, শাহিন আফ্রিদিরা।
advertisement
4/6
পিএসএলে একটি ড্রাফ্ট সিস্টেম রয়েছে এবং প্ল্যাটিনাম ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের বেতন ভারতীয় মুদ্রায় প্রায় ১.৪০ কোটি টাকা। সেই তালিকায় রয়েছে বাবার আজনম, শাহিন আফ্রিদি সহ একাধিক পাকিস্তান ও বিদেশী ক্রিকেটাররা।
advertisement
5/6
ফলে পিএসএলের তুলনায় দ্বিগুণেরও বেশি টাকা উইমেন্স প্রিমিয়ার লিগে উপার্জন করবেন স্মৃতি। এই ঘটনা নিয়ে একাধিক মিম ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। যেই কারণেই ট্রোল হতে হচ্ছে পিএসএল ও পাক তারকা ক্রিকেটারদের।
advertisement
6/6
প্রসঙ্গত,শুধু স্মৃতি মন্ধনা নন, পাকিস্তান সুপার লিগের সর্বোচ্চ দামি ক্রিকেটারদের থেকে বেশি টাকা পাচ্ছেন দীপ্তি শর্মা, জেমাইমা রডরিগেজ, শেফালি ভার্মা, রিচা, হরমনপ্রীত কউরদের ঘোষদের মত ভারতীয় ক্রিকেটাকরা। পিএসএলের থেকে বেশি টাকা পাচ্ছেন একাধিক বিদেশী মহিলা ক্রিকেটাররাও।