TRENDING:

WPL 2023: ক্রিকেট ও ফুটবল দুই বিশ্বকাপেই খেলেছেন আরসিবির এই ক্রিকেটার, চিনে নিন তাকে

Last Updated:
WPL 2023: শুরু হয়ে গিয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগ। যা মহিলা ক্রিকেটের নতুন ইতিহাস হিসেবে দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ক্রিকেটের বাইরেও নানা খবর নিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে আগ্রহী থাকে ফ্যানেরা। আজ আপনাদের জানাব আরিসিবির ক্রিকেটাকেক কাহিনি। যিনি দেশের হয়ে ক্রিকেট ও ফুটবল দুই বিশ্বকাপে খেলেছেন।
advertisement
1/6
ক্রিকেট ও ফুটবল দুই বিশ্বকাপেই খেলেছেন আরসিবির এই ক্রিকেটার, চিনে নিন তাকে
বিশ্বের সবথেকে সুন্দরী মহিলা ক্রিকেটারদের আলোচনা হলেই তখনই নাম আসে অস্ট্রেলিয়ার এলিস পেরির। দেশের হয়ে একাধিক বিশ্বকাপ জয়ী দলের সদস্য উইমেন্স প্রিমিয়ার লিগে খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে। একাধিক গুণের অধিকারী এলিস পেরি।
advertisement
2/6
ছোট বেলা থেকেই ক্রিকেট ও ফুটবল সমান তালে খেলতেন এলিস পেরি। প্রফেশনালভাবেও দুটি খেলা চালিয়ে যান পেরি। মাত্র ১৬ বছর বয়সে ২০০৭ দেশের হয়ে ক্রিকেট অভিষেক হয় এলিস পেরির। তার একমাসের মধ্যেই জাতীয় ফুটবল দলের হয়েও অভিষেক হয় পেরির।
advertisement
3/6
ক্রিকেটে অভিষেক ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে ১৯ রান করার পাশাপাশি বল হাতে ২টি উইকেট নেন এলিস পেরি। আর হংকংয়ের বিরুদ্ধে ফুটবলে অভিষেক ম্যাচে ডিফেন্সে খেলেও একটি গোল করেছিলেন পেরি।
advertisement
4/6
অনেকেই জানেন না এলিস পেরি অস্ট্রেলিয়া ও বিশ্বে প্রথম মহিলা যিনি দেশের হয়ে ফুটবল ও ক্রিকেট দুটি বিশ্বকাপেই প্রতিনিধিত্ব করেছেন। আর সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল দুই জাতীয় দলের হয়েই উল্লেখযোগ্য পারফর্ম করেছেন পেরি।
advertisement
5/6
দেশের হয়ে মোট ১৮টি ফুটবল খেলেছিলেন এলিস পেরি। বেশির ভাগ সময় ডিফেন্সে খেলেছেন তিনি। ১৮টি ম্যাচে ২টি গোল রয়েছে। তার মধ্যে একটি মহিলা ফুটবল বিশ্বকাপে। দুটি বিশ্বকাপে দেশের হয়ে খেলার অভিজ্ঞতা কতটা গর্বের সেই কথাও জানিয়েছেন পেরি।
advertisement
6/6
তবে দুটো খেলা একসঙ্গে বেশি দিন চালিয়ে যাওয়া সম্ভব নয়। সেই কারণে ২০১৩ সালে ফুটবলকে বিদায় জানান এলিস পেরি। তবে ক্রিকেট এখনও সাফল্যের সঙ্গে চালিয়ে যাচ্ছেন। বর্তমানে বয়স ৩১। উইমেন্স প্রিমিয়ার লিগে আরসিবির হয়ে নিজের সেরাটা দেওয়াই লক্ষ্য পেরির।
বাংলা খবর/ছবি/খেলা/
WPL 2023: ক্রিকেট ও ফুটবল দুই বিশ্বকাপেই খেলেছেন আরসিবির এই ক্রিকেটার, চিনে নিন তাকে
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল