Semifinal Lineup: তৈরি শেষ চারের লড়াইয়ের লাইনআপ, জেনে নিন সেমিফাইনালের খুঁটিনাটি
- Published by:Debalina Datta
Last Updated:
কোন দুটি দল পাবে ফাইনালের টিকিট, এখন সেই হিসেবনিকেষ শুরু...
advertisement
1/9

ফুটবল বিশ্বকাপ নিজের চরম উন্মাদনা নিয়ে শেষ সপ্তাহে চলেই এল৷ আর শুধু চারটে ম্যাচ বাকি৷ দুটি সেমিফাইনাল, তৃতীয় স্থানের ম্যাচ আর ফাইনাল৷ এই বিশ্বকাপের মেগা লড়াই দেখার জন্য রাত জাগা আর হাতে গোনা কয়েকদিনের৷ প্রতিবারের মতো এবারের বিশ্বকাপেও হয়েছে অঘটন, তারকার পতন, নতুন প্রতিভার উদয় সব মিলিয়ে ফুটবলের স্বাদ চেটেপুটে খেয়েছে বাঙালি ফুটবলপ্রেমীরা৷ শনিবার গভীর রাতের মধ্যেই সবকটি কোয়ার্টার ফাইনাল শেষ হওয়ায় এই মুহূর্তে চূড়ান্ত সেমিফাইনালের লাইন আপ৷
advertisement
2/9
নেদারল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালের টিকিট পাওয়া লিওনেল মেসিরা খেলবেন এবারের বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল৷
advertisement
3/9
কোয়ার্টার ফাইনালে মূল সময়ে ২-২ খেলার ফল থাকার পর টাইব্রেকারে ৪-৩ জয় নিশ্চিত হয়েছে৷ সেমিফাইনালে নীল-সাদা বাহিনীর সামনে গত বিশ্বকাপের রানার্স ক্রোয়েশিয়া৷
advertisement
4/9
ক্রোয়েশিয়া বনাম আর্জেন্টিনা খেলার তারিখ ১৪ ডিসেম্বর রাত সাড়ে বারোটা৷ কিন্তু ভারতীয় ফ্যানদের জন্য সহজভাবে বলতে মঙ্গলবার গভীর রাতে এই মেগা ম্যাচ৷ ক্রোয়েশিয়া নিজেদের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে
advertisement
5/9
এদিকে ক্রোয়েশিয়া ১-১ গোলে নির্ধারিত সময়ে ব্রাজিলের বিরুদ্ধে ড্র করার পর এদিন টাইব্রেকারে ৪-২ গোলে জেতে লুকা মর্ডিচরা৷ এবার দেখার সেমিফাইনালে তারা ফের কোনও আপসেট ঘটাতে পারে কিনা৷ আরও এক লাতিন আমেরিকান জায়ন্টদের তারা বধ করতে পারে না , লিও মেসি নিজের কেরিয়ারের শেষ বিশ্বকাপে ফাইনালের টিকিট পেয়ে যান ক্রোটদের উড়িয়ে৷
advertisement
6/9
এদিকে শনিবারের দুটি খেলাতেও জবরদস্ত হল এনকাউন্টার মরক্কো বনাম পর্তুগাল৷ ধারেভারে এগিয়ে থাকলেও মরক্কোর স্ট্র্যাটেজিতে বধ সিআর সেভেনের দল৷ অন্যদিকে ১-০ গোলে হাকিমির দল সেমির টিকিট জয় করে বিশ্বকাপের শেষ চারে প্রথম আফ্রিকান দল হিসেবে পৌঁছে গেল৷
advertisement
7/9
এদিকে শনিবারের দুটি খেলাতেও জবরদস্ত হল এনকাউন্টার মরক্কো বনাম পর্তুগাল৷ ধারেভারে এগিয়ে থাকলেও মরক্কোর স্ট্র্যাটেজিতে বধ সিআর সেভেনের দল৷ অন্যদিকে ১-০ গোলে হাকিমির দল সেমির টিকিট জয় করে বিশ্বকাপের শেষ চারে প্রথম আফ্রিকান দল হিসেবে পৌঁছে গেল৷
advertisement
8/9
মরক্কো বনাম ফ্রান্স ম্যাচ হবে এবারের বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল৷ এটার তারিখ ১৫ ডিসেম্বর৷ এই খেলার সময় রাত সাড়ে বারোটা৷
advertisement
9/9
ভারতীয়রা বুধবার গভীর রাতে এই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ দেখতে পাবেন৷