World Cup 2023 Sourav Ganguly Prediction: বিশ্বকাপের সেমিফাইনাল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী সৌরভের! জানিয়ে দিলেন ভারত খেলবে কাদের বিরুদ্ধে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
World Cup 2023 Sourav Ganguly Prediction: সেমিফাইনালে যাওয়ার দৌড়ে রয়েছে তিনটি দেশ। নিউজল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তান। চতুর্থ দল হিসেসে যে কোয়ালিফাই করবে তারাই সেমিতে খেলবে ভারতের বিরুদ্ধে। এরইমধ্যে সেমি ফাইনাল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
advertisement
1/6

শেষ ল্যাপে এসে জমে উঠেছে বিশ্বকাপ। ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া ইতিমধ্যেই সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলেছে। চতুর্থ দল কে হবে এখন তা নিয়েই চলছে জোর লড়াই।
advertisement
2/6
শেষ দল হিসেবে সেমিফাইনালে যাওয়ার দৌড়ে রয়েছে তিনটি দেশ। নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তান। চতুর্থ দল হিসেবে যে কোয়ালিফাই করবে তারাই সেমিতে খেলবে ভারতের বিরুদ্ধে।
advertisement
3/6
ক্রিকেট প্রেমিরা ইতিমধ্যেই চাইতে শুরু করেছে বিশ্বকাপের সেমিফাইনালে আরও একবার মুখোমুখি হোক ভারত ও পাকিস্তান। ক্রিকেট বিশ্ব আরও একবার সাক্ষী থাকুক এই হাই ভোল্টেজ ফাইটের।
advertisement
4/6
এরইমধ্যে সেমি ফাইনাল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি আশা করছেন, বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান।
advertisement
5/6
এক সক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, "আমি আশা করি পাকিস্তান দল বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে। কারণ ভারত বনাম পাকিস্তান ম্যাচটি হবে বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ"।
advertisement
6/6
প্রসঙ্গত, পাকিস্তানকে সেমিতে উঠতে গেলে নজর রাখতে হবে নিউজিল্যান্ড ম্যাচে। কারণ নিউজিল্যান্ডের নেটরানরেট বেশি। কিউইরা যদি ১ রানে ম্যাচ জেতে পাকিস্তানকে জিততে হবে ১৩১ রানে।