Virender Sehwag Birthday: 'অনেকের জীবন বদলে দিয়েছ', জন্মদিনে বউয়ের চোখে 'হিরো' সেহওয়াগ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Virender Sehwag Birthday: স্ত্রীর চোখে স্বামী বীরু একেবারে হিরো। দেখুন পোস্টে আরতি সেহওয়াগ কী লিখলেন।
advertisement
1/5

আজ ৪৩ বছর বয়স হল বীরেন্দ্র সেহওয়াগের। নজফগড় কে নবাব কিন্তু মাঠের পাশাপাশি বাড়িতেও বেশ জনপ্রিয়। শুধু সমর্থকদের মনেই নয়, সেহওয়াগ পরিবারের লোকজনের কাছেও হিরো।
advertisement
2/5
এদিন আরতি সেহওয়াগ স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, অনেকের জীবন বদলে দিয়েছ। পরিবারের সবাই তোমার জন্য গর্ববোধ করে। অত্যন্ত পরিশ্রমী একজন মানুষকে জন্মদিনের শুভেচ্ছা।
advertisement
3/5
মাছের বাইরে বীরু কিন্তু একজন পরিবারকেন্দ্রিক মানুষ। বেশিরভাগ সময়টা তিনি স্ত্রী, দুই ছেলের সঙ্গেই কাটান। ২০০৪ সালে আরতি অহলাওয়াতের সঙ্গে সেহওয়াগের বিয়ে হয়েছিল।
advertisement
4/5
অনেক ছোট বয়সেই আরতির সঙ্গে আলাপ হয়েছিল সেহওয়াগের। তাঁরা দুজজনেই বছরের পর বছর পরস্পরের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। শেষমেশ সেই সম্পর্ক বিয়েতে পর্যন্ত গড়ায়। শেহওয়াগ ও আরতির বিয়ের অনুষ্ঠান হয়েছিল প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির বাসভবনে।
advertisement
5/5
২০০৭ সালে সেহওয়াগ ও আরতির ঘরে প্রথম পুত্রসন্তান জন্ম নেয়। তার নাম আর্যবীর। ২০১০ সালে জন্ম হয় তাঁদের দ্বিতীয় পুত্রের। তার নাম বেদান্ত।