TRENDING:

Shivnarine Chanderpaul: মাঠে নামলেই চোখের তলায় পরতেন গাঢ় রঙের স্টিকার; কিংবদন্তি ক্রিকেট তারকা শিবনারায়ণ চন্দ্রপলের এই বিষয়টা আজও অবাক করে ভক্তদের

Last Updated:
Why Shivnarine Chanderpaul used dark stickers under his eyes: ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটার ১৯৭৪ সালের ১৬ অগাস্ট জন্মগ্রহণ করেছিলেন গায়ানার ইউনিটি ভিলেজে। 
advertisement
1/6
মাঠে নামলেই চোখের তলায় পরতেন গাঢ় রঙের স্টিকার; কেন এমনটা করতেন চন্দ্রপল ?
এক সময় ওয়েস্ট ইন্ডিজ দলের কিংবদন্তী ক্রিকেট তারকা ছিলেন শিবনারায়ণ চন্দ্রপল। ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটার ১৯৭৪ সালের ১৬ অগাস্ট জন্মগ্রহণ করেছিলেন গায়ানার ইউনিটি ভিলেজে। আর ২০২১ সালের হিসেব অনুযায়ী, তাঁর বয়স ৪৭ বছর।
advertisement
2/6
ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার পাশাপাশি ডার্বিশায়ার, ডারহাম, গায়ানা, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, খুলনা রয়্যাল বেঙ্গলস, ল্যাঙ্কাশায়ার, স্ট্যানফোর্ড সুপারস্টার্স, ইউভিএ নেক্সট, ওয়ারউইকশায়ার সেকেন্ড XI এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়েও খেলেছেন শিবনারায়ণ। ১৯৯৪ সালের ১৭ মার্চ আন্তর্জাতিক ক্রিকেট দুনিয়ায় পা রেখেছিলেন তিনি।
advertisement
3/6
জর্জটাউনে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে চন্দ্রপল মোট ১৬৪টি টেস্ট ম্যাচ খেলেছেন। ৪৩.৩১ স্ট্রাইক রেটে সর্বমোট ১১৮৬৭ রান রয়েছে তাঁর ঝুলিতে। এর পাশাপাশি ২৫১টি ওডিআই ইনিংসে তিনি মোট ৮৭৭৮ রান করেছেন। আর এই খেলার সবথেকে ছোট ফরম্যাটে ওই বাঁ-হাতি ব্যাটসম্যান ২২টি ইনিংসে মোট ৩৪৩ রান করেছেন।
advertisement
4/6
আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ২০৩। ব্যাটিং ছাড়াও আরও কিছু অনন্য কারণের জন্য শিবনারায়ণ অবশ্য ভক্তদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। আসলে শিবনারায়ণ চন্দ্রপলকে ক্রিকেটের কিংবদন্তী হিসেবে গণ্য করা হয়। একবার তিনি মাঠে নামলে প্রতিপক্ষ বোলারদের পক্ষে তাঁর উইকেট নেওয়া মুশকিল হয়ে যেত। বিশেষ করে টেস্ট ম্যাচের ক্ষেত্রে তো বটেই!
advertisement
5/6
নিজের টেস্ট কেরিয়ারে চন্দ্রপল মোট ২৭,০০০ বলের মুখোমুখি হয়েছেন। ব্যাটিং করেছেন মোট ২৮০ ইনিংস। তবে ভক্তরা তাঁকে অনন্য একটি কারণে মনে রাখবেন। আসলে এই বিষয়টা একেবারেই আলাদা। অন্যান্য ব্যাটসম্যানদের থেকে তাঁকে এটাই আলাদা করে তুলেছে। খেলার সময় চোখের তলায় তিনি গাঢ় রঙের স্টিকার লাগিয়ে রাখতেন।
advertisement
6/6
কিন্তু কেন শিবনারায়ণ এমনটা করতেন, সেটা নিয়ে তাজ্জব ছিল ক্রিকেট দুনিয়াও! এর পিছনে যে মূল কারণ ছিল, সেটা হল- এই প্যাচগুলি আসলে অ্যান্টি গ্লেয়ার প্যাচ। চোখের পেরিফেরাল অংশে যে পরিমাণ আলো প্রবেশ করছে, তা কমিয়ে দিতে সাহায্য করে ওই অ্যান্টি গ্লেয়ার প্যাচগুলি। ফলে সূর্যের আলো বা রোদে যাতে নির্বিঘ্নে ব্যাটিং কিংবা ফিল্ডিং চালিয়ে যেতে পারেন, তার জন্যই মূলত এই অ্যান্টি গ্লেয়ার প্যাচ ব্যবহার করতেন শিবনারায়ণ চন্দ্রপল।
বাংলা খবর/ছবি/খেলা/
Shivnarine Chanderpaul: মাঠে নামলেই চোখের তলায় পরতেন গাঢ় রঙের স্টিকার; কিংবদন্তি ক্রিকেট তারকা শিবনারায়ণ চন্দ্রপলের এই বিষয়টা আজও অবাক করে ভক্তদের
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল