MS Dhoni: শামি অর্জুন পুরস্কার পেলেও ধোনি কেন পাননি? উত্তর জানা আছে কি আপনার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Why MS Dhoni never given Arjuna award: মহম্মদ শামি অর্জুন পুরস্কার পেলেও, নিজের সাফল্য ভরপুর কেরিয়ারে কেন অর্জুন পুরস্কার পাননি টিম ইন্ডিয়ার প্রাক্তন ২ বারের বিশ্বজয়ী অধিনায়ক এমএস ধোনি। এর কারণ জানা আছে কি আপনার।
advertisement
1/5

২০২৩ একদিনের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়া ও নিজের কেরিয়ারে অসামান্য পারফরম্যান্সের ফলে অর্জুন পুরস্কার পেয়েছে টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ শামি।
advertisement
2/5
গত ৯ জানুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর হাত থেকে অর্জুন পুরস্কার পান মহম্মদ শামি। বিশেষ সম্মান পেয়ে নিজের স্বপ্নপূরণ বলে জানিয়েছিলেন ভারতীয় দলের তারকা পেসার।
advertisement
3/5
কিন্তু অনেকের মনেই প্রশ্ন হল মহম্মদ শামি অর্জুন পুরস্কার পেলেও, নিজের সাফল্য ভরপুর কেরিয়ারে কেন অর্জুন পুরস্কার পাননি টিম ইন্ডিয়ার প্রাক্তন ২ বারের বিশ্বজয়ী অধিনায়ক এমএস ধোনি।
advertisement
4/5
এমএস ধোনির অর্জুন পুরস্কার না পাওয়ার কারণ কিন্তু অন্য। ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টিম ইন্ডিয়া টি-২০ বিশ্বকাপ জয় করেছিল। এর পরের বছর অর্থাৎ ২০০৮ সালে 'ক্যাপ্টেন কুল'কে খেলরত্ন সম্মানে ভূষিত করা হয়।
advertisement
5/5
আর খেলরত্ন সম্মান পাওয়ার কারণেই এমএস ধোনিকে কখনই অর্জুন পুরস্কার দেওয়া হয়নি। কারণ সম্মানের নিরিখে খেলরত্ন হল অর্জুন পুরস্কারের থেকে অনেক বড়। সবার উপরে বললেও খুব একটা ভুল হবে না।