ভারতের পরবর্তী বিরাট কোহলি কে? এই 'তিন' ক্রিকেটার যোগ্য! দেখুন তো
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Virat Kohli: ভারতীয় ক্রিকেট মহলের একাংশ বলছে, তিনজন ক্রিকেটারের মধ্যে বিরাট কোহলির জায়গা নেওয়ার সম্ভাবনা আছে। তবে এখনই হয়তো তাঁরা কোহলির মতো উচ্চতায় পৌঁছতে পারবেন না। তাঁদেরও সময় দিতে হবে।
advertisement
1/6

টি-২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট কোহলি। অনেকেই এর মধ্যে বলতে শুরু করেছেন, কোহলি আর বেশিদিন খেলবেন না। আর অবসরের পর তিনি পরিবারের সঙ্গে পাকাপাকিভাবে লন্ডনে থাকতে শুরু করবেন।
advertisement
2/6
কোহলির অবসরের সিদ্ধান্ত ভারতের টি-২০ দলে যে বিরাট শূন্যতার সৃষ্টি করেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে তাঁর জায়গা ভারতীয় দলে কে নেবে! তা নিয়ে এখন প্রশ্ন।
advertisement
3/6
ভারতীয় ক্রিকেট মহলের একাংশ বলছে, তিনজন ক্রিকেটারের মধ্যে কোহলির জায়গা নেওয়ার সম্ভাবনা আছে। তবে এখনই হয়তো তাঁরা কোহলির মতো উচ্চতায় পৌঁছতে পারবেন না। তাঁদেরও সময় দিতে হবে।
advertisement
4/6
মিডল অর্ডারে দুরন্ত ব্যাটিং করার যোগ্যতা রয়েছে শ্রেয়স আইয়ারের। কেকেআরের ক্যাপ্টেন হিসেবে তাঁর জনপ্রিয়তা রয়েছে। ফলে শ্রেয়স আইয়ারকে কোহলির উত্তরসূরী বলে মনে করেন অনেকে।
advertisement
5/6
টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটারদের মধ্যে তিনিই হয়তো সব থেকে জনপ্রিয়। ইতিমধ্যে ভারতীয় দলের জায়গা করে নিয়েছেন। এমনকী সম্প্রতি ক্যাপ্টেন হিসেবে জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জিতেছেন শুভমান গিল। পরবর্তী বিরাট কোহলি হওয়ার যোগ্যতা তাঁর আছে বলেই মনে করেন অনেকে।
advertisement
6/6
বিরাট কোহলির জায়গা ঋতুরাজ গায়কোয়াড় নেবেন, সেই কথা এখনই বলা মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে হয়তো! তবে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করে, ঋতুরাজের মধ্যে বড় ব্যাটার হয়ে ওঠার সমস্ত গুনই রয়েছে।