দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন শিখর ধাওয়ান, বাসর মাতাবেন চলচ্চিত্র তারকারা ! জেনে নিন হবু কনে কে?
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুসারে, এই জুটি ফেব্রুয়ারিতে বিয়ে করতে চলেছেন।
advertisement
1/6

সঠিক ভাবে বললে ২০২৫ সালের অক্টোবরের ঘটনা। সোশ্যাল মিডিয়ায় যুজবেন্দ্র চহালকে নিয়ে রসিকতা করেছিলেন শিখর ধাওয়ান! লিখেছিলেন, চহাল না কি দ্বিতীয় বিয়ের জন্য মুখিয়ে আছেন, তিনি খুব শিগগিরি তাঁর আরেকবার বিয়ে দেবেন! চহালের দ্বিতীয় বিয়ের খবর এখনও না এলেও ধাওয়ানের জীবনে দ্বিতীয়বারের মতো বিয়ের ঘণ্টা বেজে গেল। ভারতীয় ক্রিকেটের গব্বর এবার তাঁর বান্ধবী এবং আইরিশ কন্যা সোফি শাইনকে বিয়ে করতে চলেছেন। তাঁরা দু’জন দীর্ঘদিন ধরে ডেটিং করছেন, এবার ছাদনাতলায় যাওয়ার পালা।
advertisement
2/6
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুসারে, এই জুটি ফেব্রুয়ারিতে বিয়ে করতে চলেছেন। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে দিল্লি-এনসিআর-এ একটি জমকালো অনুষ্ঠান হবে, যেখানে ক্রিকেট এবং বলিউড উভয় ক্ষেত্র থেকেই বড় বড় তারকারা উপস্থিত থাকবেন। বিয়ের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
advertisement
3/6
একটি সূত্র HT-কে জানিয়েছে, ‘‘এটি তাঁদের দু’জনের জন্যই একটি নতুন শুরু এবং তাঁরা এতে খুবই খুশি। শিখর ব্যক্তিগতভাবে বিয়ের প্রস্তুতিতে জড়িত ছিলেন যাতে কোনও কিছুর অভাব না হয়।’’
advertisement
4/6
২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ধাওয়ানকে শাইনের সঙ্গে স্ট্যান্ডে দেখা যাওয়ার পর প্রথম সম্পর্কের গুজব শুরু হয়, যার ফলে অনেকেই তাঁর সঙ্গে হাজির এই সুন্দরী মহিলা সম্পর্কে প্রশ্ন তোলেন। সময়ের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া এবং জনসাধারণের মধ্যে ঘন ঘন উপস্থিতিতে তাঁদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত হয়ে ওঠে। খবর অনুসারে, শিখর এবং সোফির কয়েক বছর আগে দুবাইতে দেখা হয়েছিল। তাঁরা প্রথমে বন্ধু ছিলেন, যদিও এই বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। এর পরে সোফিকে আইপিএল ২০২৪-এর সময় বেশ কয়েকবার দেখা গিয়েছিল।
advertisement
5/6
শিখর এর আগে অস্ট্রেলিয়ান নাগরিক আয়েষার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন, তাঁদের জোরাভর ধাওয়ান নামে এক পুত্রসন্তান রয়েছে। ধাওয়ানের চেয়ে ১০ বছরের বড় আয়েষা একজন কিকবক্সার। ধাওয়ান ২০১২ সালে আয়েষাকে বিয়ে করেন। ২০২১ সালের সেপ্টেম্বরে আয়েষা ধাওয়ান আর তাঁর বিচ্ছেদের ঘোষণা করেন। ২০২৩ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ পাকাপাকি ভাবে হয়ে যায়।
advertisement
6/6
অন্য দিকে, সোফি একজন আইরিশ পণ্য পরামর্শদাতা, তাঁর পেশাগত পটভূমি রীতিমতো অসাধারণ। তিনি লিমেরিক ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে মার্কেটিং এবং ম্যানেজমেন্টে ডিগ্রি অর্জন করেছেন, এর আগে আয়ারল্যান্ডের ক্যাসলরয় কলেজে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরশাহির আবুধাবিতে নর্দার্ন ট্রাস্ট কর্পোরেশনে দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। লাইমলাইটে না থাকলেও সোফি তাঁর গ্ল্যামারাস লুক এবং স্টাইলিশ ছবি দিয়ে মাঝে মাঝেই সকলের মনোযোগ আকর্ষণ করে থাকেন।