বিরাট থাকবেন নাকি বাদ? আরসিবি কাদের রিটেন করবে? আইপিএলের আগে বড় চমক
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
RCB: এখন প্রশ্ন হল, এবার আরসিবির নেতৃত্ব দেবেন কে! এক্ষেত্রে নাম শোনা যাচ্ছে কে এল রাহুলের। ম্যানেজমেন্টের সঙ্গে ঝামেলার জেরে রাহুল লখনউ ফ্র্যাঞ্চাইজি ছাড়তে পারেন বলে খবর।
advertisement
1/6

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ট্রফির খরা কবে কাটবে! এটাই হয়তো আরসিবি সমর্থকদের মনে থাকা সব থেকে বড় প্রশ্ন। তবে এবার আরও একটি প্রশ্ন রয়েছে। কাদের রিটেন করবে আরসিবি!
advertisement
2/6
আরসিবির জার্সিতে ধারাবাহিক ভাল পারফর্ম করছেন বিরাট কোহলি। ফলে তাঁকে রিটেন না করার কোনও কারণই নেই। বিরাট ছাড়া আর কাদের দলে রাখবে আরসিবি!
advertisement
3/6
গত আইপিএলে শুরু থেকেই খারাপ পারফর্ম করেছিল আরসিবি। তবে শেষ পর্যন্ত প্লে-অফে জায়গা করে নেয় তারা। কিন্তু শেষ পর্যন্ত আর লাভের লাভ কিছু হয়নি।
advertisement
4/6
পরের আইপিএলের জন্য যে কোনও দল ৬ জন প্লেয়ারকে রিটেন করতে পারবে বলে জানা যাচ্ছে। আরসিবি রিটেন করতে পারে মহম্মদ সিরাজ, রজত পাতিদার, যশ দয়াল, উইল জ্যাকস, গ্লেন ম্যাক্সওয়েলকে। বিরাট কোহলি তো থাকছেনই।
advertisement
5/6
বিরাট কোহলি নেতৃত্ব ছাড়ার পর ফাফ ডুপ্লেসি আরসিবির ক্যাপ্টেন হন। তবে এবার ফাফকেই আর আরসিবি দলে রাখবে কি না সন্দেহ!
advertisement
6/6
এখন প্রশ্ন হল, এবার আরসিবির নেতৃত্ব দেবেন কে! এক্ষেত্রে নাম শোনা যাচ্ছে কে এল রাহুলের। ম্যানেজমেন্টের সঙ্গে ঝামেলার জেরে রাহুল লখনউ ফ্র্যাঞ্চাইজি ছাড়তে পারেন বলে খবর।