৬টা উইকেট, ৪টে লাইট জ্বলা বেল! দাম কত জানেন? LED স্টাম্পসের দাম শুনে মাথা ঘুরবে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
LED Stumps price: ২ সেট উইকেটের যা দাম, গোটা ভারতীয় দল একটা ম্যাচ খেলে এত টাকা পায় না।
advertisement
1/7

বল লাগলেই বেল-এর লাইট জ্বলে ওঠে। ক্রিকেট দেখতে বসে আজকাল এলইডি স্টাম্পস চোখে পড়েনি, এমন কেউ নেই বোধ হয়!
advertisement
2/7
এলইডি স্টাম্পস-এর দাম শুনলে কিন্তু আপনার বিশ্বাস নাও হতে পারে। ভাবতে পারেন, কী এমন আছে এতে যে এত দাম!
advertisement
3/7
ক্যামেরা, স্টাম্প মাইক, এলইডি সেন্সর লাইট। এই স্টাম্পসের বিশেষত্ব এই তিনটে জিনিসে। ক্রিকেটের আধুনিকীকরণে এই স্টাম্পসের গুরুত্ব অপরিসীম।
advertisement
4/7
২০২৩ বিশ্বকাপে যে এলইডি স্টাম্পস ব্যবহার করা হবে সেগুলির দাম শুনলে সত্যিই আপনার মাথা ঘুরতে পারে।
advertisement
5/7
একটি ম্যাচে সাধারণত দুসেট স্টাম্প লাগে। যে সংস্থা বিশ্বকাপে এলইডি স্টাম্প সরবরাহ করবে তারা এক সেট উইকেটের দাম নিচ্ছে ৫০ হাজার ডলার। অর্থাৎ প্রায় ৪১ লাখ টাকা।
advertisement
6/7
অর্থাৎ ২ সেট এলইডি স্টাম্পসের দাম ৮২ লাখ টাকা। গোটা ভারতীয় দল একটি ওয়ানডে ম্যাচ খেলেও এত টাকা পায় না।
advertisement
7/7
ভারতীয় ক্রিকেটাররা ওয়ানডে ম্যাচ খেলে একেকজন পান ৬ লাখ টাকা। অর্থাৎ ১১ জন মোট পান ৬৬ লাখ টাকা। যে ৪ জন স্ট্যান্ড বাই হিসেবে থাকেন তাঁরা পান ম্যাচ ফির অর্ধেক টাকা। অর্থাৎ তিনজনের জন্য বরাদ্দ ১২ লাখ টাকা। মোট ৭৮ লাখ টাকা।